আজকাল ওয়েবডেস্ক: বিজয় হাজারে জোড়া জয়ের পর হোঁচট খেল বাংলা। সোমবার মুম্বইয়ে তামিলনাড়ুর কাছে ৫ উইকেটে হারল সুদীপ ঘরামিরা। জঘন্য ব্যাটিংয়ের খেসারত দিতে হল। প্রথম দু"ম্যাচে দাপট দেখানো বাংলার ব্যাটাররা এদিন ব্যর্থ। ভেজা আউটফিল্ডের জন্য দেরীতে শুরু হয় ম্যাচ। শুরুতেই তামিলনাড়ুর বোলারদের চ্যালেঞ্জের মুখে পড়ে বাংলা। চার ওভারের মধ্যে মাত্র ১২ রানে ৩ উইকেট হারায়। কোনও ব্যাটারই রান পায়নি। ২৩.৪ ওভারে মাত্র ৮৪ রানে শেষ হয়ে যায় বাংলার ইনিংস। ৪ উইকেট নেন সন্দীপ ওয়ারিয়র। অল্প রান তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে তামিলনাড়ুও। ৬৫ রানে ৫ উইকেট হারায় দীনেশ কার্তিকের দল। কিন্তু বাবা ইন্দ্রজিৎ এবং শাহরুখ খান জয়ের রানে পৌঁছে দেন। মহম্মদ কাইফ এবং ঈশান পোড়েল জোড়া উইকেট নেন। ম্যাচ শুরুর আগে বৃষ্টিই কাল হল। এই আবহাওয়ায় পিচ থেকে সুবিধা পায় পেসাররা। তিন ম্যাচের মধ্যে দুটো জয়, একটা হার লক্ষ্মীরতন শুক্লার দলের। বুধবার মধ্যপ্রদেশের বিরুদ্ধে পরের ম্যাচ বাংলার।