আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলিদের চিন্নাস্বামীতে খেলতে দেখা যাবে? কোটি টাকার প্রশ্ন। এটা ঘটনা, পদপিষ্টের ঘটনার পর কর্নাটক সরকার শর্তসাপেক্ষে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ করার অনুমতি দিয়েছে। কর্নাটক ক্রিকেট সংস্থাও আইপিএলের মাচ চিন্নাস্বামীতে করাতে চায়। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর ওই চিন্নাস্বামীতে ফিরতে চাইছে না। আরসিবি প্রায় ঠিক করেই ফেলেছে, আগামী মরশুমে আর চিন্নাস্বামীতে তারা খেলবে না। শোনা যাচ্ছে নতুন হোমগ্রাউন্ডও চূড়ান্ত করে ফেলেছে বিরাট কোহলির ফ্র্যাঞ্চাইজি।
প্রসঙ্গত, ২০২৫ সালে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল আরসিবি। এরপর হয়েছিল মেগা সেলিব্রেশন। চিন্নাস্বামীতে। সেদিনই ঘটেছিল বিপর্যয়। দলের সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন প্রায় ৪৭ জন। এই মর্মান্তিক ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে কর্নাটক হাইকোর্ট। তারপর থেকেই ঘটনার দায় ঠেলাঠেলি শুরু হয় কর্নাটক সরকার এবং কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে। যা নিয়ে দড়ি টানাটানি এখনও চলছে।
এই পরিস্থিতিতে, ২০২৫ আইপিএলের পর চিন্নাস্বামীতে আর ম্যাচ আয়োজন করা হয়নি। যদিও সদ্য কর্নাটক সরকার চিন্নাস্বামীতে খেলার ছাড়পত্র দিয়েছে। রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার বলেছেন, আইপিএলের ম্যাচ কোথাও সরবে না। বেঙ্গালুরুবাসীকে তাঁদের ভালবাসা থেকে বঞ্চিত হতে হবে না। কিন্তু আরসিবি কর্তৃপক্ষ ঠিক করে ফেলেছে চিন্নাস্বামীতে আর খেলা নয়। গত বছরের ওই পদপিষ্টের ঘটনার পর আর চিন্নাস্বামীতে খেলতে চাইছে না আরসিবি। মোটামুটি ঠিক করা হয়েছে আগামী মরশুমে খেলা হবে নতুন স্টেডিয়ামে।
সূত্রের দাবি, আগামী মরশুমের হোম ম্যাচ হিসাবে ছত্তিশগড়ের রায়পুর স্টেডিয়ামকে বেছে নিতে চলেছে আরসিবি। রায়পুরের স্টেডিয়ামের সুযোগসুবিধা পছন্দ হয়েছে আরসিবি কর্তাদের। এই স্টেডিয়ামটিতে ইদানিং বিভিন্ন অবসরপ্রাপ্তদের লিগের খেলাও হচ্ছে। প্রাথমিকভাবে পুণেকে হোম ম্যাচ হিসাবে ঘোষণা করা যায় কিনা তা ভাবছিল আরসিবি। কিন্তু ওই মাঠে এবার খেলবে রাজস্থান। সেকারণেই আরসিবি ছত্তিশগড়ে হোম ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, ইন্দোরের স্টেডিয়ামেও হতে পারে আরসিবির ম্যাচ।
প্রসঙ্গত, ২১ মার্চ থেকে শুরু হতে পারে আইপিএল।
