আজকাল ওয়েবডেস্ক:‌ মুস্তাফিজুর ইস্যুর পর ভারতে টি–২০ বিশ্বকাপ খেলতে আসতে রাজি নয় বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই এই বিষয়ে আইসিসিকে দু’‌বার মেল করেছে। কিন্তু আইসিসির বক্তব্য, খেলতে হবে ভারতেই। যদিও দ্বিতীয় মেলের উত্তর এখনও আসেনি।


এই অবস্থায় ভারতে টি–২০ বিশ্বকাপ খেলতে আসা নিয়ে ডামাডোলের মাঝে বাংলাদেশ বোর্ডকে কিছু কথা মনে করিয়ে দিয়েছিলেন সেদেশের প্রাক্তন ওপেনার তামিম ইকবাল। আর এরপরেই প্রাক্তন অধিনায়ককে ‘ভারতের দালাল’ বলে দিলেন বাংলাদেশ বোর্ডের অন্যতম ডিরেক্টর নাজমুল ইসলাম।


এটা ঘটনা তামিম ইকবাল বলেছিলেন, বিসিবি যে সিদ্ধান্তই নিক না কেন, যথেষ্ট ভাবনাচিন্তা করে নেওয়া উচিত। কারণ এর সঙ্গে দেশের স্বার্থ জড়িত।


বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বৈঠকের পরেই স্পষ্ট হয়ে গিয়েছিল, নিজেদের অবস্থানে অনড় থাকবে বিসিবি। কিন্তু তামিম চান, আলাপ–আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হলেই ভাল। একটি অনুষ্ঠানে এসে তামিম বলেন, ‘‌আমি বিসিবি–র সঙ্গে যুক্ত নই। বাকিদের মতো সংবাদমাধ্যম থেকেই বিষয়টা জেনেছি। তাই এ বিষয়ে আমার কথা বলা শোভা পায় না। আমার মতে, বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ, ভবিষ্যৎ এবং বাকি সব কিছু মাথায় রেখেই যে কোনও সিদ্ধান্ত নেওয় উচিত। কথাবার্তার মাধ্যমে সমস্যা মেটানো গেলে তার চেয়ে ভাল কিছু হয় না।’‌ 


তামিমের মতে, বিষয়টি স্পর্শকাতর। তিনি বলেছেন, ‘‌আমি যদি থাকতাম তাহলে প্রকাশ্যে কোনও মন্তব্য করার আগে নিজেদের মধ্যে বিষয়টা নিয়ে আলোচনা করতাম। কারণ এটা স্পর্শকাতর বিষয়। আপনি প্রকাশ্যে কোনও কথা বললে সেটা ঠিকই হোক বা ভুল, তা থেকে পিছিয়ে আসা মুশকিল। সকলের আগে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎকে রাখা উচিত। আমাদের বোর্ডের ৯০–৯৫ শতাংশ অর্থ আসে আইসিসি থেকে। তাই সেটা ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত।’‌ 


কিন্তু তামিমের এই মন্তব্যকে মোটেই ভালভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি–র অন্যতম ডিরেক্টর নাজমুল ইসলাম তামিমের মন্তব্যের ভিডিও ফেসবুকে শেয়ার করে তোপ দেগে বলেছেন, ‘এইবার আরও একজন পরিক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল।’ 


এটা ঘটনা, বাংলাদেশ বোর্ডের কার্যকলাপ নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলেছেন তামিম। বোর্ডের নির্বাচনে মনোনয়ন দিয়েও তা প্রত্যাহার করতে বাধ্য হন। এবার তাঁকে সরাসরি ‘ভারতের দালাল’ বলে আক্রমণ করল বিসিবি।