আজকাল ওয়েবডেস্ক: প্রায় তিন বছর ধরে একনাগাড়ে চলা নিজেরই তৈরি করা একটি ধারার অবসান ঘটালেন বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচের ঠিক কয়েক দিন আগে, বরোদার কোটাম্বি স্টেডিয়ামে অনুশীলনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
কিন্তু বিরাটের সামান্য পোস্ট নিয়ে এত মাতামাতি কেন? জানা যাচ্ছে, ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর এই প্রথমবার অনুশীলনের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করলেন বিরাট কোহলি।
মোট তিনটি ছবি শেয়ার করেছেন তিনি। একটিতে নেটে ব্যাটিং করতে দেখা যাচ্ছে তাঁকে, অন্যটিতে সতীর্থদের সঙ্গে জগিংয়ে অংশ নিতে দেখা যায় তাঁকে।
অন্যদিকে, তৃতীয় আর একটি ছবিতে কিট ব্যাগ কাঁধে নিয়ে অনুশীলন মাঠের দিকে হেঁটে যেতে দেখা যাচ্ছে ভারতীয় তারকাকে। কোহলি ও তাঁর অনুরাগীদের কাছে এই পোস্ট নিঃসন্দেহে এক নতুন স্বস্তির বার্তা।
বড় সিরিজের আগে তাঁর প্রস্তুতির ঝলক দেখার জন্য সমর্থকেরা দীর্ঘদিন ধরেই অপেক্ষায় ছিলেন, যা সাম্প্রতিক বছরগুলিতে তাঁর সোশ্যাল মিডিয়ায় প্রায় অনুপস্থিত ছিল।
গত কয়েক বছরে কোহলি মূলত বাণিজ্যিক বিজ্ঞাপন, স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে ছুটির মুহূর্ত এবং কেরিয়ারের গুরুত্বপূর্ণ সাফল্য সংক্রান্ত পোস্টেই নিজেকে সীমাবদ্ধ রেখেছিলেন।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Virat Kohli (@virat.kohli)
এর মধ্যে রয়েছে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়, চ্যাম্পিয়ন্স ট্রফি জয় এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল শিরোপা জয়ের উদযাপন। এক সময় সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় কোহলির সাম্প্রতিক নীরবতা নিয়ে অনেক সমর্থকই হতাশা প্রকাশ করেছিলেন।
সেই প্রেক্ষিতেই এই অনুশীলনের ছবি আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতেই বরোদায় পৌঁছান বিরাট কোহলি। রবিবার প্রথমবারের মতো পুরুষদের ওয়ানডে ম্যাচ আয়োজন করতে চলা এই শহরেই শুরু হয়েছে তাঁর প্রস্তুতি।
বুধবার বিমানবন্দরে পৌঁছতেই অনুরাগীদের ভিড়ে কার্যত ঘিরে ধরেন তাঁকে সমর্থকেরা। প্রসঙ্গত, পরিবার ও বন্ধুদের সঙ্গে দুবাইয়ে নতুন বছর উদযাপন করেন কোহলি।
এরপরই তিনি ভারতে ফিরে ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে নেমে পড়েন। ৩৬ বছর বয়সি এই তারকা ডিসেম্বরে বিজয় হাজারে ট্রফির দুটি ম্যাচ খেলেন। ১৬ বছর পর ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্টে প্রত্যাবর্তন করেন বিরাট।
দুই ম্যাচেই দুর্দান্ত ফর্মে দেখা গেছে কোহলিকে। প্রথম ম্যাচে অসাধারণ ১৩১ রানের ইনিংস খেলার পর পরের ম্যাচে করেন সাবলীল ৭৭। এই সময়েই তিনি লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৬,০০০ রান পূর্ণ করেন, দ্রুততম ক্রিকেটার হিসেবে এই মাইলফলকে পৌঁছে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দেন।
ঘরোয়া ক্রিকেটের এই পারফরম্যান্সের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও দারুণ ছন্দে ছিলেন কোহলি। টানা দুটি শতরান ও একটি অর্ধশতরান মিলিয়ে ৩০২ রান করে ভারতকে ২–১ ব্যবধানে সিরিজ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।
রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে নিজের এই দুর্দান্ত ফর্ম ধরে রাখতেই মরিয়া থাকবেন বিরাট কোহলি। শুভমান গিলের নেতৃত্বাধীন এই ওয়ানডে দলে রয়েছেন রোহিত শর্মাও। তিনিও ডিসেম্বরে বিজয় হাজারে ট্রফিতে খেলার পর এই প্রথম আন্তর্জাতিক ম্যাচে ফিরছেন।