নতুন বছর মানেই নতুন ফ্যাশন ট্রেন্ড। ২০২৬ সালে পোশাকের সঙ্গে সঙ্গে জুতোর ফ্যাশনেও আসতে চচলেছে বড় পরিবর্তন। এবার জুতো শুধু সাজের অংশ নয়, ব্যক্তিত্ব প্রকাশের এক গুরুত্বপূর্ণ অংশও। ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, এই বছরে জুতোর ট্রেন্ডের মূল কথা হল, আরাম, ব্যবহারযোগ্যতা আর স্টাইলের দারুণ মেলবন্ধন।
2
8
চলতি বছরে সবচেয়ে বেশি যে ট্রেন্ডটি চোখে পড়ছে, তা হল চাংকি বা মোটা সোলের জুতো। তবে আগের মতো ভারী বা অস্বস্তিকর নয়, ২০২৬-এর চাঙ্কি জুতোগুলো দেখতে হবে স্মার্ট এবং পরতেও হবে আরামদায়ক। জিন্স, স্ট্রেইট প্যান্ট কিংবা মিডি স্কার্ট, সবকিছুর সঙ্গেই এই জুতো সহজে মানিয়ে যাবে।
3
8
এবছর আবার ফিরে আসছে ব্যালে ফ্ল্যাট। তবে এবার এই ফ্ল্যাটগুলো আগের চেয়ে একটু বেশি স্ট্রাকচারড। স্কোয়ার টো, শক্ত সোল এবং ছিমছাম ডিজাইনের কারণে এগুলো অফিস থেকে শুরু করে ক্যাজুয়াল আউটিং, সব জায়গায় পরা যাবে। যারা হিল পরতে স্বচ্ছন্দ্যবোধ করেন না, তাদের জন্য এটি দারুণ বিকল্প।
4
8
স্নিকারস তো এখন প্রায় সবার প্রিয়। ২০২৬-এ স্নিকারস আরও জনপ্রিয় হবে। শুধু হাঁটাচলার জন্য নয়, অফিস বা হালকা পার্টিতেও স্নিকারস পরার চল বাড়ছে। সাদা, বেজ, ধূসর বা কালোর মতো নিউট্রাল রঙের স্নিকারস এবছরে সবচেয়ে বেশি দেখা যাবে।
5
8
শীত বা স্টাইলিশ লুকের জন্য বুটস-ও থাকবে ট্রেন্ডে। অ্যাঙ্কল বুট থেকে শুরু করে লং বুট-সবই চলবে। বিশেষ করে ব্লক হিল বা লো হিল বুট সারাদিন পরে থাকলেও পা ব্যথা হবে না। স্কার্ট, ড্রেস কিংবা জিনস, সবকিছুর সঙ্গেই এই বুট সহজে মানিয়ে যায়।
6
8
যাঁরা একটু গ্ল্যামার পছন্দ করেন, তাঁদের জন্য রয়েছে স্টেটমেন্ট হিল। তবে এবার হিল খুব বেশি উঁচু নয়। বরং ইউনিক ডিজাইন, নতুন আকার আর সুন্দর টেক্সচারই মূল আকর্ষণ। সোয়েড, ম্যাট লেদার বা বোনা ডিজাইনের জুতো এই বছরে বেশ নজর কাড়বে।
7
8
রঙের দিক থেকেও ২০২৬-এ ভারসাম্য দেখা যাবে। বেজ, সাদা, কালো আর বাদামির মতো রঙের পাশাপাশি সফট নীল, বারগ্যান্ডি আর সবুজের মতো রঙও জায়গা করে নেবে।
8
8
সব মিলিয়ে বলা যায়, ২০২৬ সালের জুতোর ফ্যাশন এমনই, যেখানে দেখতে সুন্দর হওয়া যেমন জরুরি, তেমনই আরামদায়ক হওয়াও সমান প্রয়োজনীয়। সঠিক জুতোই এবার আপনার পুরো লুককে আলাদা করে তুলবে।