আজকাল ওয়েবডেস্ক:‌ তলপেটে অস্ত্রোপচার হয়েছে তিলক বর্মার। টি–২০ বিশ্বকাপে তিনি অনিশ্চিত। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড (‌বিসিসিআই)‌ জানিয়ে দিয়েছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টি–২০ ম্যাচে তিনি খেলতে পারবেন না। পরিবর্ত ক্রিকেটারের নাম এখনও ঘোষণা করেনি বিসিসিআই।


এটা ঘটনা, অস্ত্রোপচারের পর টি–২০ বিশ্বকাপে তিলকের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যদিও তিলক ক্রিকেটপ্রেমীদের আশ্বস্ত করেছেন। সোশ্যাল মিডিয়ায় নিজের একটি হাসিমুখের ছবি দিয়েছেন। ছবিতে হাতের আঙুল দিয়ে ‘ভি’ বা ‘ভিকট্রি’ দেখাচ্ছেন। সঙ্গে তিনি লিখেছেন, ‘আপনাদের অফুরন্ত ভালবাসার জন্য ধন্যবাদ। আমি সেরে উঠছি। আপনাদের ধারণার থেকেও দ্রুত মাঠে ফিরবই।’ এই বার্তার পর ভারতের ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, তিলক সম্ভবত বোঝাতে চেয়েছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের মাঝেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন তিনি। বিশ্বকাপও খেলতে পারবেন।


ভারতীয় ক্রিকেট বোর্ড (‌বিসিসিআই)‌ জানিয়েছে, তিলক স্থিতিশীল রয়েছেন। শুক্রবার রাজকোট থেকে হায়দরাবাদে ফিরবেন। সম্পূর্ণ সুস্থ হওয়ার পর শুরু হবে তাঁর রিহ্যাব পর্ব। তারপরেই অনুশীলন শুরু করবেন। বোর্ডের মেডিক্যাল টিম সব খতিয়ে দেখার পর তাঁকে ম্যাচে ফেরার অনুমতি দেবে।


প্রসঙ্গত, হায়দরাবাদের হয়ে বিজয় হাজারে ট্রফি খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিলক। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, তলপেটে রক্তক্ষরণ হচ্ছে তিলকের। এরপর বোর্ডের মেডিক্যাল টিমের চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচার হয় তিলকের। এখন অবশ্য হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিলক।

শুক্রবার রাজকোট থেকে হায়দরাবাদে ফিরবেন। সব উপসর্গ মিলিয়ে গেলে তিনি রিহ্যাব শুরু করবেন। ঝুঁকি না নিয়ে প্রথম তিনটি টি–২০ ম্যাচে তাঁকে খেলানো হবে না। এর পর ধীরে ধীরে দক্ষতাবৃদ্ধির অনুশীলন করবেন তিনি। তাতে চিকিৎসকরা সন্তুষ্ট হলে ক্রিকেটে ফেরানো হতে পারে। এর অর্থ তিলকের টি–২০ বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। তিনি না পারলে হয়ত স্কোয়াডে ঢুকবেন শুভমান গিল। যদিও তিলক কিন্তু আশার কথাই শোনালেন। 

এদিকে, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজা ছাড়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে থাকা বাকি ক্রিকেটাররা বৃহস্পতিবারই পৌঁছে গিয়েছেন ভদোদরায়। এই চার ক্রিকেটারই রাজ্য দলের হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলছেন। সকলের ৭ জানুয়ারি পৌঁছনোর কথা ছিল। তবে রাজ্য দলের হয়ে খেলার কারণে একটু দেরিতে পৌঁছবেন। শুক্রবার সকালে এই চার ক্রিকেটারের পৌঁছনোর কথা। শুক্রবার বিকেলে অনুশীলন করার কথা রয়েছে বিরাটদের।