শুক্রবার ০২ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | থমথমে হাড়োয়া, রাস্তার উপরে পড়ে গুলির খোল, চলছে পুলিশের টহল

Sumit | ০১ নভেম্বর ২০২৪ ১৩ : ৩৯Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: দুষ্কৃতীদের দুই গোষ্ঠীর সংঘর্ষে পর শুক্রবার সকালে থমথমে গোটা হাড়োয়া অটো স্ট্যান্ড চত্বর। রাস্তার উপরে পড়ে রয়েছে গুলির খোল। দোকান-বাজার খোলা থাকলেও লোকজন তেমন নেই। উত্তেজনা থাকায় এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। বাসিন্দারা আতঙ্কে কেউ মুখ খুলছেন না। 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কালীপুজোর রাতে হাড়োয়া অটো স্ট্যান্ড চত্বরে দুষ্কৃতীদের দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের মাঝে পড়ে আক্রান্ত হয়েছেন মিনাখাঁর বিধায়ক উষারানি মণ্ডল ও তাঁর স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল। সংঘর্ষে দু'পক্ষের আরও আটজন গুরুতর জখম হয়েছেন। উষারানি জানিয়েছেন, স্বামীর সঙ্গে দলীয় অনুগামীদের নিয়ে তিনি হাড়োয়া থানায় কালীপুজোর অনুষ্ঠান‌ সেরে বাড়ি ফিরছিলেন। পথে হাড়োয়া অটো স্ট্যান্ডের কাছে পৌঁছতেই একদল দুষ্কৃতী তাঁদের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছুটতে থাকে। উষারানি ও তাঁর স্বামী গাড়ি থেকে নেমে আসেন। অভিযোগ, তখন দুষ্কৃতীরা তাঁদের ওপর চড়াও হয়। কাঠের বাটাম দিয়ে তাঁদের বেধড়ক মারধর করা হয়। বিধায়ককে মার খেতে দেখে অনুগামীরা এগিয়ে আসেন। তখন তাঁদেরও মারধর করা হয়। 

 

আবার তৃণমূলের যুব সভাপতি আব্দুল খালেক মোল্লা জানিয়েছেন, তাঁরা স্থানীয় প্রধানকে সঙ্গে নিয়ে একটি পূজোর উদ্বোধন অনুষ্ঠানে যাচ্ছিলেন। হাড়োয়া অটো স্ট্যান্ডের কাছে পৌঁছতেই অন্য আরেক দল দুষ্কৃতী তাঁদের ওপর হামলা চালায়। প্রথমে তারা বোমাবাজি করে। পরে তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। ৪০ থেকে ৫০ রাউন্ড গুলি চালানো হয়েছে। তাঁদের পাঁচ সহকর্মী গুরুতর জখম হয়েছেন। দুই গোষ্ঠীর সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। আহতদের উদ্ধার করে প্রথমে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দু'জনকে কলকাতা স্থানান্তরিত করা হয়েছে। উষারানি ও আব্দুল খালেক আলাদা করে দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে ঘটনাটি জানিয়েছেন। 

 

রাতে দুই দুষ্কৃতী গোষ্ঠীর সংঘর্ষের পর শুক্রবার সকালে থমথমে পরিবেশ হাড়োয়া অটো স্ট্যান্ড চত্বরে। বাজারের দোকানপাট খুললেও ক্রেতাদের তেমন ভিড় নেই। উত্তেজনা থাকায় রাস্তার দুই প্রান্তে পুলিশ পিকেট বসানো হয়েছে। রয়েছে পুলিশের টহলদারি গাড়িও। সংবাদমাধ্যমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে বাসিন্দারা সেখান থেকে সরে পড়েন। আতঙ্কে কেউ মুখ খুলছেন না।


Tension mountedHaroa MLA Usharani MondalUsharani Mondal was attacked

নানান খবর

নানান খবর

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

সোশ্যাল মিডিয়া