সংবাদ সংস্থা মুম্বই: প্রথম ছবি মুক্তি পেয়েছিল আজ থেকে প্রায় ১০ বছর আগে। ছবিতে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা আরশাদ ওয়ারসি ও সৌরভ শুক্লা। ছবির নাম ছিল ‘জলি এলএলবি’। ‘কোর্টরুম ড্রামা’ ঘরানার এই ছবি যেমন প্রশংসিত হয়েছিল সমালোচকদের দ্বারা, তেমনই বক্স অফিসেও সাড়া জাগিয়েছিল সুভাষ কাপুর পরিচালিত এই ছবি। ছবির সাফল্যে উৎসাহিত হয়ে দ্বিতীয় ভাগও তৈরি হয় ২০১৭ সালে। নাম, ‘জলি এলএলবি ২’। অথচ সেই ছবিতে মুখ্যভূমিকায় ছিলেন না আরশাদ! সেই জায়গায় হাজির হয়েছিলেন অক্ষয় কুমার। সে ছবিও দারুণ চলেছিল বক্স অফিসে।অক্ষয় ছাড়াও সেই ছবিতে অভিনয় করেছিলেন হুমা কুরেশি, সায়নী গুপ্ত, অনু কাপুরের মতো অভিনেতারা। তার পরে কেটে গিয়েছে প্রায় ছয় বছর। এবার আসছে 'জলি এল এলবি ৩'।
ফ্র্যাঞ্চাইজির এই তৃতীয় ছবিতে অক্ষয়ের সঙ্গে জুটি বাঁধছেন আরশাদ। এখবর আগেই জানিয়েছিলেন আরশাদ নিজেই। শোনা যাচ্ছে, ছবিতে নাকি একে অপরকে টেক্কা দিতে চলেছে দুই উকিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে আরশাদ এও ফাঁস করেন 'জলি এল এলবি ২'র চিত্রনাট্য নিয়ে অক্ষয়ের আগে তাঁর কাছেই এসেছিলেন পরিচালক। তবে চিত্রনাট্য পছন্দ না হওয়াতে সে ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। অভিনেতার আরও দাবি, ছবিতে অক্ষয়কে নিতে পরিচালক সুভাষ কাপুরকে তিনিই বলেছিলেন!
আরশাদের কথায়, " যে কথা বলতে যাচ্ছি, তার সঙ্গে আঙুর ফল টক-ওই প্রবাদবাক্যর মিল খুঁজবেন না। সত্যিই আমার 'জলি এল এলবি'র চিত্রনাট্য পছন্দ ছিল না আর আমি খুব অলস ধরনের অভিনেতা। আমাকে ঘর থেকে বের করা খুব কঠিন। কাজ পেলেই হামলে পড়ব, ওরকম মানুষই নই আমি। যতক্ষণ না মনমতো চিত্রনাট্য পাচ্ছি আমি রাজি হই না কোনও ছবির প্রস্তাবে। পরিচালক সুভাষ কাপুর আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। আমি যখন রাজি হলাম না, অক্ষয়ের কথা ও আমাকে বলেছিল। মাত্রই ওকে আমি উৎসাহিত করেছিলাম স্পষ্টভাবে ওকে জানিয়েছিলাম যে শেষমেশ আমাকে নিয়ে এই ছবি যদি ও তৈরিও করে তাহলে হয়তো ৫০০ দর্শক দেখবেন আর অক্ষয়কে নিয়ে তৈরি করলে ৫০০০! পরিচালক হিসাবে ও যা তখন চাইছিল তা হল বক্স অফিসে সাফল্য। অক্ষয় এই ছবিতে অভিনয় করলে তা ধরাবাঁধা ছিল। সেকথাও সুভাষকে মনে করিয়ে দিয়েছিলাম আমি।"
প্রসঙ্গত, 'জলি এল এলবি ৩-তে অক্ষয়-আরশাদ ছাড়াও দেখা যাবে হুমা কুরেশি, অমৃতা রাওকে। এবং অবশ্যই সৌরভ শুক্লাকে। ২০২৬-এর এপ্রিলে বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।
