আজকাল ওয়েবডেস্ক: শিল্পজগতের মহীরুহ, শুধু দেশ নয়, বিশ্ব শিল্প জগতেও তাঁর অবসান অনস্বীকার্য। ৯ অক্টোবর প্রয়াত হন তিনি। রতন টাটার বিপুল সম্পত্তি, তাঁর সংস্থার মালিকানা, উইল সবকিছু নিয়েই তুঙ্গে আলোচনা। তার মাঝেই জানা গিয়েছে, তাঁকে নিয়ে নানা অজানা তথ্য।

কেবিসি অর্থাৎ কৌন বনেগা কৌড়পতি ১৬-এ সঞ্চালক অমিতাভ বচ্চন বেশকিছু অজানা গল্প শেয়ার করেছেন রতন টাটা সম্পর্কিত। তার মধ্যে একটি হল, দেশের অন্যতম সফল, সেরা শিল্পপতির কাছে নাকি এক সময়ে টাকাই ছিল না নূন্যতম ফোন করার, এবং ধার চেয়েছিলেন অমিতাভের কাছে।

ঘটনা আসলে কী? বিগ বি ফারাহ খান এবং বোমান ইরানির সঙ্গে আলোচনায় বলেন, ঠিক কতটা সহজ মানুষ ছিলেন রতন টাটা। তারপরেই নিজের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, একবার বিমানবন্দরে রতন টাটা বুঝতে পারেন তিনি সঙ্গীদের থেকে আলাদা হয়ে গিয়েছেন। ফোন বুথে যান ফোন করতে এবং তার অব্যবহিত পরেই ফিরে আসেন।

কারণ? কারণ ফোন করার টাকা ছিল না তাঁর কাছে। পাশেই দাঁড়িয়ে ছিলেন অমিতাভ। তাঁর কাছেই ফোন করার জন্য টাকা ধার চান রতন টাটা। একেবারে তাজ্জব হয়ে যান অমিতাভ। সামান্য ফোন করার টাকা চাইছেন! তাও খোদ রতন টাটা। রতন টাটার প্রয়াণে সমাজমাধ্যমে শোক প্রকাশও করেন বিগ বি।