আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের মাটিতে ফের গণধর্ষণের ঘটনা। দেশের ক্লিনেস্ট শহরের তকমা পেয়েছে মধ্যপ্রদেশ। সেখানেই ঘটে গেল এমন একটি ঘটনা। একটি মন্দিরের ধারে পিকনিক করতে গিয়েছিল দম্পতি। সেখানে স্বামীকে গাছে বেঁধে রেখে স্ত্রীর উপর চলে গণধর্ষণ।

 

এমনকি এই ঘটনার ভিডিও করে অভিযুক্তরা। তারা দম্পতিকে এবিষয়ে কিছু না বলার হুমকি দেয়। নাহলে তারা এই ভিডিও অনলাইনে বের করে দেবে। তবে তাদের সেই ধমকিতে ভয় না পেয়ে দম্পতি পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে ইন্দোরে এক মহিলার উপরেও নির্যাতনের ছবি ফুটে উঠেছে।

 

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে মহিলাকে অর্ধনগ্ন করে তার উপর অত্যাচার করা হয়েছে। দোষীকে দ্রুত নিজেদের হেপাজতে নিয়ে পুলিশ। জেরায় সে নিজের দোষ স্বীকার করেছে। বিষয়টি নিয়ে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেছে হাত শিবির। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে একদিকে যেখানে মেয়েদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা চলছে তখন সরকার উৎসবে মেতেছে। লাডলি বহেন যোজনা শুধুই আইওয়াশ। এখানে মহিলাদের সুরক্ষা নেই। বিজেপির ডবল ইঞ্জিনের সরকার শুধুই নাম কা ওয়াস্তে। কাজের কাজ কিছুই হয় না এখানে।