শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

কলকাতা | ‘ডানা’র দাপটে জল জমল কলকাতায়, রাজ্যের কোন জেলার পরিস্থিতি কী?

Riya Patra | ২৫ অক্টোবর ২০২৪ ১২ : ৫৯Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: দিনভর স্থলভাগের দিকে এগিয়েছে গতি বাড়িয়ে, মধ্যরাত পেরিয়ে শক্তশালী ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়ে ডানা। শুক্রবার সকালে শেষ হয়েছে ডানার ল্যান্ডফল প্রক্রিয়া। সমীক্ষা বলছে, ডানা বাংলায় সবথেকে বেশি প্রভাব ফেলেছে পূর্ব মেদিনীপুরে। তেমনটাই আশঙ্কা করেছিলেন আবহাওয়াবিদরা। যদিও বৃষ্টির হিসেবে বঙ্গে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে ডায়মন্ডহারবারে। ডানার প্রভাবে ভয়াবহ তাণ্ডব না চললেও, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ বেড়েছে শুক্রবার সকাল থেকে। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার দাপট চলছেই। ঝড়ের সঙ্গে বৃষ্টি। খাস কলকাতায় বৃষ্টির কারণে শুক্র সকাল থেকেই প্রবল জল যন্ত্রণা।

হাওয়া অফিস জানাচ্ছে-

কলকাতায় বৃষ্টি হয়েছে ৪২.৭ মিমি।

দমদমে ১৮.৭ মিমি।

 উলুবেড়িয়ায় ৬৫.৪ মিমি।

বাঁকুড়ায় ১৩.৪মিমি।

 ক্যানিং ১০ মিমি।

কাঁথি ২৯ মিমি।

কলাইকুণ্ডা ৯০.৬ মিমি।

সাগরদ্বীপ ৮৯.৬ মিমি।

 দিঘা ৩৭.৫ মিমি।

ডায়মন্ডহারবার ৯৩ মিমি।

মেদিনীপুর ৫২ মিমি।

 মধ্যরাত থেকে কলকাতায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি লক্ষ করা গিয়েছে। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রের খবর, এই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির জেরে কলকাতায় বিভিন্ন জায়গা একপ্রকার জলমগ্ন।  কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রের খবর, কলকাতায় যে রাস্তাগুলো জলমগ্ন হয়েছে সেগুলি হল, স্ট্যান্ড রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, বিধান সরণি, কিরন শংকর স্ট্রিট, থিয়েটার রোড, পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, ভবানীপুর, যদুবাবুর বাজার থেকে এক্সাইড মোড় এর আগে পর্যন্ত রাস্তায়, সিএমআরআই থেকে মোমিনপুর, রাম নগর, উল্টোডাঙ্গা , কাঁকুড়গাছি ,কাশিপুকুর আন্ডার পাস, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, লালবাজার স্ট্রিট , বিবি গাঙ্গুলী স্ট্রিট, ইএম বাইপাসে কিছুটা জল জমেছে, ঠনঠনিয়া কালীবাড়ি এলকাকায়। এসএসকেএম হাসপাতালেও জল জমেছে। তবে শুক্রবার সকালেই বিমান-ট্রেন পরিষেবা শুরু হয়েছে। 

এলাকা একপ্রকার জলমগ্ন। এই পরিস্থিতিতে রাস্তায় যান চলাচল কম হলেও, যানজটের সমস্যা প্রবল। ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রামে শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবারও।


নানান খবর

নানান খবর

নিউ টাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

শহর কলকাতায় এবার একদিনের কন্যাসন্তানের মৃতদেহ উদ্ধার জঞ্জালের স্তুপ থেকে! ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য

সল্টলেকে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা

মাধ্যমিক উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা

প্রকাশিত হল মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.‌৫৬ শতাংশ

সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস

নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর

মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন

মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?

টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?‌ 

বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার 

মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক

কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪

কলকাতার মেছুয়া বাজারে হোটেলে আগুন, মৃত ১, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

খাস কলকাতায় উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার ১

সোশ্যাল মিডিয়া