অঙ্কিতা লোখান্ডে আদৌ গর্ভবতী? লাখ টাকার প্রশ্ন অভিনেত্রীকে ঘিরে। অঙ্কিতার দাবি, তিনি এক মাস ঋতুমতী হননি। খুব একটা সুস্থ বোধ করছেন না। সঙ্গে সঙ্গে তাঁকে ঘিরে কৌতূহলী নজর সবার। সত্যিই কি তিনি অন্তঃসত্ত্বা? নানা ভাবে তাঁর থেকে জানার চেষ্টা করেছেন সবাই। অঙ্কিতা কিন্তু তাঁর মতেই অনড়। উল্টে স্বামী ভিকি জৈনের সঙ্গে মুড সুইংয়ের এমন নিখুঁত অভিনয় করেছেন যে দেখে সবাই বিশ্বাস করতেও শুরু করে দিয়েছিলেন। ঝগড়া, অশান্তি মাত্রা ছাড়িয়েছে। তিনি জুতো ছুঁড়ে মেরেছেন ভিকিকে। যা দেখে তাঁর শাশুড়ি হতবাক। বিস্মিত অনুরাগীরাও। কারণ, বরাবর সামাজিক পাতায় অঙ্কিতা-ভিকি আদর্শ দম্পতি।

এমনই গুঞ্জনে যখন ‘বিগ বস ১৭’ উত্তাল তখনই হাটে হাঁড়ি ভাঙলেন জিগনা ভোরা। ভাইরাল একটি ভিডিওর তাঁর দাবি, পুরোটাই নাকি মিথ্যে! সহানুভূতি টানতে, লোকের নজর কাড়তেই নাকি অঙ্কিতা মাতৃত্বের ভুয়ো খবর ছড়িয়েছেন। অকাট্য প্রমাণও দেখিয়েছেন জিগনা। জানিয়েছেন, ‘বিগ বস’-এর বাড়িতে প্রবেশের আগে সবার রক্তপরীক্ষা হয়েছে। প্রেগন্যান্সি পরীক্ষাও হয়েছে। অঙ্কিতা অন্তঃসত্ত্বা হলে তখনই ধরা পড়ত। অঙ্কিতা নিজেও জানিয়েছিলেন জিগনাকে, তিনি সুস্থ। এমন কিছু হলে রিয়্যালিটি শো-তে অঙ্কিতা অংশ নিতে পারতেন না। হঠাৎ করে এত কিছু কখন ঘটল? জবাব দিতে দিতে জিগনা ক্লান্ত। জিগনার যুক্তিও একেবারে ফেলে দেওয়া যাচ্ছে না। ভাইরাল ভিডিও দেখে ইতিমধ্যেই অঙ্কিতাকে বিরূপ মন্তব্য শুরু করেছেন নেটব্যবহারকারীরা। এমনও প্রশ্ন তুলেছেন, তা হলে কি সমবেদনা কুড়োতেই প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে নিয়ে এত কথা বলছেন তিনি? কারণ, সময় থাকতে তাঁর মুখ থেকে কিছুই শুনতে পাননি কেউ। 

?ref_src=twsrc%5Etfw">November 26, 2023