ছদ্মবেশে বরের বিদেশ যাত্রা আটকে দিল ঝাঁপি! এমনটাই দেখা যেতে চলেছে স্টার জলসার ধারাবাহিক 'লক্ষ্মী ঝাঁপি'র আগামী পর্বে। দেখা যেতে চলেছে ঝাঁপি দীপকে বলে তার নিজস্ব ব্যাঙ্ক গড়ার স্বপ্নে যেন দীপকে পাশে পায় সে। কিন্তু দীপ ঝাঁপিকে জানিয়ে দেয়, তাকে এবার বিদেশে ফিরে যেতেই হবে। এই কথা শুনে খুবই মন খারাপ হয়ে যায় ঝাঁপির। সে মনে মনে ছক কষে যে করেই হোক দীপকে আটকাতেই হবে বিদেশে যাওয়া থেকে।
যেই ভাবা, সেই কাজ। দীপকে মণিকা সেজে ভিডিও কল করে ঝাঁপি। সে জানায়, কাজটা বর্ধমানে থেকেও করা যাবে। দীপ তাতে রাজি হয়। ঝাঁপির কাজ হাসিল হলেও মনে মনে ভয় করে তার। সে ভাবতে থাকে, যদি দীপের কাছে ধরা পড়ে যায় সে? তখন দীপ কি তাকে ভুল বুঝবে? এইসব চিন্তা ঘুরপাক খায় ঝাঁপির মনে।
সত্যিই কি দীপ জেনে যাবে যে ঝাঁপিই আসলে মণিকা? সত্যিটা জানার পর কী করবে দীপ? আবারও কি ভুল বোঝাবুঝি তৈরি হবে দু'জনের মধ্যে? উত্তর জানতে হলে চোখ রাখতে হবে ধারাবাহিকের আগামী পর্বে।
প্রসঙ্গত, প্রতি সপ্তাহে রেটিং চার্টে জায়গা করে নেয় স্টার জলসার ধারাবাহিক 'লক্ষ্মী ঝাঁপি'। গল্পে দীপ ও ঝাঁপির সম্পর্কের নানা টানাপোড়েন চলছে। এদিকে দীপকে ঝাঁপির থেকে দূরে সরাতে সব সময় যেন মুখিয়ে রয়েছে ইনকা।
বিভিন্ন চক্রান্তের মধ্যেও দীপ-ঝাঁপির সম্পর্ক অটুট থাকে। কিন্তু ইনকা সব সময় ষড়যন্ত্র করতে থাকে। ক'দিন আগেই ইনকাকে বড়সড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল ঝাঁপি। আসলে ইনকা এসে তাকে বলেছিল সে বিউটি উইথ ব্রেন কম্পিটিশনে যোগদান করছে। ঝাঁপিও ওই প্রতিযোগিতায় নাম দিয়েছিল। তাই ইনকা তাকে হুমকি দিয়েছিল, ওই প্রতিযোগিতায় ঝাঁপিকে হারিয়েই ছাড়বে!
ঝাঁপিও চুপ করে থাকার মেয়ে নয়, সে-ও বলেছিল ইনকার চোখের সামনেই সে বিজয়ীর ট্রফি নিয়ে যাবে। প্রতিযোগিতার মঞ্চে মুখোমুখি লড়াই হয়েছিল ঝাঁপি ও ইনকা। দর্শক আসন থেকে দীপ বসে দেখেছিল এই প্রতিযোগিতা। মনে মনে চেয়েছিল, ঝাঁপিই যেন জেতে। ব়্যাম্পে ইনকার পরে হেটেছিল ঝাঁপি। তার চোখে ছিল নিজস্ব ব্যাঙ্ক খোলার স্বপ্ন। আর মনের জোর দেখে দর্শক আসন থেকেও ঝাঁপির জন্য প্রশংসা বার্তা এসেছিল। প্রতিযোগিতায় ইনকাকে হারিয়ে জিতে যায় ঝাঁপি। এবার কি ঝাঁপির এই মণিকার ছদ্মবেশ দীপের কাছে ফাঁস করে দেবে ইনকা? নাকি অন্য কোনও ষড়যন্ত্র করবে সে? তার উত্তর মিলবে ধারাবাহিকের গল্পে।
