আজকাল ওয়েবডেস্ক: নতুন বিশ্বরেকর্ড জিম্বাবোয়ের। ২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে গাম্বিয়ার বিরুদ্ধে জিম্বাবোয়ে করেছে ৪ উইকেটে ৩৪৪ রান।

২০ ওভারে ৩০০ রানও যে করা সম্ভব তা আগে দেখিয়েছিল নেপাল। মঙ্গোলিয়ার বিরুদ্ধে নেপালের ৪ উইকেটে ৩১৪ রান এতদিন ছিল বিশ্বরেকর্ড। সেই রান এদিন ছাপিয়ে গেল জিম্বাবোয়ে। জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দর রাজা  

সিকান্দর অপরাজিত ১৩৩ রান করেন মাত্র  ৪৩ বলে। ১৫টি ছক্কা ও ৭টি বাউন্ডারি ছিল তাঁর ইনিংসে। জিম্বাবোয়ের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে সেঞ্চুরি করেন তিনি। ৩৩ বলে সেঞ্চুরি করেন তিনি। 

জিম্বাবোয়ের দুই ওপেনার বেনেট ২৬ বলে ৫০ রান করলেও মারুমানি ৬২ রান করেছেন মাত্র ১৯ বলে। তিন নম্বর পজিশনে নামা ডিওন মেয়ার্স ৫ বলে ১২ রান করে আউট হওয়ার পরে সিকান্দর রাজার বিস্ফোরণ শুরু হয়। ৩৩ বলে সেঞ্চুরি করে সিকান্দর রাজা টি-টোয়েন্টি ফরম্যাটে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক।

নামিবিয়ার ইয়ান নিকোলও ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন। শেষের দিকে পঞ্চাশ করেছেন ক্লাইভ মাদান্দেও। ১৭ বলে অপরাজিত ৫৩ রানের ইনিংস খেলেন তিনি। ব্যাট হাতে জিম্বাবোয়ের মহাকাব্য লেখার দিন অসহায় দেখিয়েছে গাম্বিয়ার বোলাররা। শুধু বোলার কেন, ব্যাটাররাও তো রানের পাহাড়েই পিষ্ট হয়েছেন। ব্যাট করতে নেমে ৫৪ রানে শেষ হয়ে যায় গাম্বিয়ার ইনিংস। ২৯০ রানে ম্যাচ জেতে জিম্বাবোয়ে।