আজকাল ওয়েবডেস্ক: টি–২০ বিশ্বকাপের আগে দুঃসংবাদ ভারতীয় শিবিরে। চোটের জায়গায় অস্ত্রোপচার হল তিলক বর্মার।
গুরুতর চোটের জন্য নিউজিল্যান্ড সিরিজে সম্ভবত খেলা হবে না তিলক বর্মার। এমনকী, টি–২০ বিশ্বকাপের শুরুর দিকে তাঁর খেলা নিয়েও সংশয় রয়েছে। বিসিসিআইয়ের তরফে বলা হয়েছে, ‘তিলকের চোটের ব্যাপারে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে। আপাতত তিলকের অস্ত্রোপচার হয়েছে। সে এখন ভাল আছে। মেডিক্যাল দলের সঙ্গে আলোচনা করে বুঝতে পারব কবে তিলক মাঠে ফিরতে পারবে।’
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রাজকোটে হায়দরাবাদের হয়ে বিজয় হাজারে ট্রফির খেলা খেলাকালীনই তলপেটে চোট পেয়েছেন তিলক। যার ফলে তাঁর শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়। বুধবার সকালে খাবার খাওয়ার পরই তলপেটে ব্যাথা অনুভব করেন তিলক। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে প্রাথমিক পরীক্ষানিরীক্ষার পর চিকিৎসকরা জানান তিলকের চোট গুরুতর। তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন। এরপরেই তাঁর অস্ত্রোপচার করা হয়। এর ফলে আগামী কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তিলককে।
টি–২০ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি–২০ সিরিজ রয়েছে ভারতের। যা পরিস্থিতি সেই সিরিজে হয়ত খেলা হবে না তিলকের। জানা গেছে, অস্ত্রোপচারের পর ভাল আছেন তিলক। যা জানা যাচ্ছে, তাতে তিন থেকে চার সপ্তাহ হয়ত মাঠের বাইরে থাকতে হবে তিলককে। এর ফলে নিউজিল্যান্ড সিরিজ তো বটেই টি–২০ বিশ্বকাপের শুরু থেকেই তিলকের খেলা নিয়ে সংশয় দেখা দিল।
আর তিলক যদি বিশ্বকাপের আগে সুস্থ হয়ে না উঠতে পারেন সেক্ষেত্রে হয়ত টি–২০ বিশ্বকাপের দলে সুযোগ পেয়ে পারেন শুভমান গিল। যিনি খারাপ ফর্মের জন্য বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছিলেন।
এদিকে, ফিট সার্টিফিকেট পেয়ে গেলেন শ্রেয়স আইয়ার। তিনি যে ফিট হয়ে উঠেছেন তার প্রমাণ দিতে বিজয় হাজারে ট্রফির একটি ম্যাচ খেলেছিলেন শ্রেয়স আইয়ার। সেই ম্যাচে ৫৩ বলে ৮২ করেন টিম ইন্ডিয়ার ওয়ানডে দলের সহ–অধিনায়ক। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হতে চলেছে শ্রেয়স আইয়ারের। ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলা নিউজিল্যান্ড সিরিজে খেলার ছাড়পত্র পেয়ে গেলেন তিনি। ১১ জানুয়ারি প্রথম এক দিনের ম্যাচ। সেই ম্যাচে খেলতে পারেন শ্রেয়স।
গত বছর অস্ট্রেলিয়ার সিডনিতে ওয়ানডে ম্যাচে চোট পেয়েছিলেন শ্রেয়স। তাঁর প্লীহাতে চোট লেগেছিল। অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন চিকিৎসা করার পর ভারতে আসেন। প্রায় তিন মাসের জন্য ছিটকে যান। তবে এবার শ্রেয়স ফেরায় মিডল অর্ডার নিয়ে চিন্তা কমবে গৌতম গম্ভীরের।
