আজকাল ওয়েবডেস্ক: ফিট সার্টিফিকেট পেয়ে গেলেন শ্রেয়স আইয়ার। তিনি যে ফিট হয়ে উঠেছেন তার প্রমাণ দিতে বিজয় হাজারে ট্রফির একটি ম্যাচ খেলেছিলেন শ্রেয়স আইয়ার। সেই ম্যাচে ৫৩ বলে ৮২ করেন টিম ইন্ডিয়ার ওয়ানডে দলের সহ–অধিনায়ক। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হতে চলেছে শ্রেয়স আইয়ারের। ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলা নিউজিল্যান্ড সিরিজে খেলার ছাড়পত্র পেয়ে গেলেন তিনি। ১১ জানুয়ারি প্রথম এক দিনের ম্যাচ। সেই ম্যাচে খেলতে পারেন শ্রেয়স।
গত বছর অস্ট্রেলিয়ার সিডনিতে ওয়ানডে ম্যাচে চোট পেয়েছিলেন শ্রেয়স। তাঁর প্লীহাতে চোট লেগেছিল। অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন চিকিৎসা করার পর ভারতে আসেন। প্রায় তিন মাসের জন্য ছিটকে যান। তবে এবার শ্রেয়স ফেরায় মিডল অর্ডার নিয়ে চিন্তা কমবে গৌতম গম্ভীরের।
প্রসঙ্গত, শোনা গিয়েছিল শ্রেয়স ফিট থাকলে প্রথম ম্যাচের পরেই ছাড়পত্র দিয়ে দেওয়া হবে। না হলে আর একটি ম্যাচ খেলানো হবে। একটি ম্যাচেই শ্রেয়সের ফিটনেসের প্রমাণ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, শ্রেয়সের শরীর এখন ৫০ ওভারের ম্যাচের ধকল নেওয়ার জন্য তৈরি। বৃহস্পতিবার ভদোদরায় জাতীয় দলের বাকিদের সঙ্গে যোগ দিতে চলেছেন শ্রেয়স।
তার আগে গত মঙ্গলবার হিমাচল প্রদেশের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে খেলতে নেমেছিলেন শ্রেয়স। চার নম্বরে ব্যাট করতে নেমে ৫৩ বলে ৮২ রান করেন তিনি। গোটা ইনিংসেই শ্রেয়সের ব্যাটিংয়ে কোনও অস্বস্তি চোখে পড়েনি। ফলে তিনি যে ফিট তা বোঝা গিয়েছিল। আর এবার বোর্ডের মেডিক্যাল টিম তাঁকে ফিট ঘোষণা করে দিল। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্স তাঁকে সম্পূর্ণ ফিট ঘোষণা করেছে।
এটা ঘটনা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে শর্তসাপেক্ষে শ্রেয়সকে রাখা হয়েছিল। বলা হয়েছিল, ফিট হলেই তিনি খেলতে পারবেন। আর এখন ফিটনেস সার্টিফিকেট পেয়ে যাওয়ায় শ্রেয়সের খেলতে আর অসুবিধা রইল না।
এদিকে টি–২০ বিশ্বকাপের আগে সূর্যকে রানে ফেরার উপায় বাতলে দিলেন রিকি পন্টিং। পন্টিংয়ের কথায়, এবার তাঁকে একটু রান করার দিকে মনোযোগ দিতে হবে। আউট হওয়া নিয়ে ভাবলে চলবে না। পন্টিং বলেছেন, ‘একটাই পরামর্শ ওকে দিতে পারি। রান করা নিয়ে একটু ভাব। আউট হওয়ার ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো। নিজের উপর বিশ্বাস এবং ভরসা রাখো। টি–২০ ক্রিকেটে তুমি বিশ্বের সেরা ব্যাটারদের একজন। আবার সেটা বিশ্বের সামনে প্রমাণ কর।’
