শীতের দাপট কমল। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি সময়ে খানিকটা বাড়ল রাতের তাপমাত্রা। যদিও বিরাট পরিবর্তন হয়নি। এখনও কনকনে ঠান্ডার আমেজ জারি রয়েছে জেলায় জেলায়।
2
6
আজ বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় খানিকটা বাড়ল আজকের সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২২ ও ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
3
6
ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে। এই জেলাগুলিতে দৃশ্যমানতা ১৯৯ থেকে ৫০ মিটারের মধ্যে নামতে পারে।
4
6
আগামী তিনদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। তার পরের দু'দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। আগামী পাঁচদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না।
5
6
আজ 'শীতল দিন'-এর পরিস্থিতি থাকবে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ায়। পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।
6
6
পশ্চিমের জেলাগুলির মধ্যে পূর্ব বর্ধমান এবং বীরভূমে আজ শৈত্যপ্রবাহের পরিস্থিতির পূর্বাভাস রয়েছে। বীরভূমে শুক্রবার সকাল পর্যন্ত শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে।