জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে ধন, বৈভোজ, ঐশ্বর্য, প্রেমের অধিপতি বলে মনে করা হয়। অন্যদিকে মঙ্গল হলেন শৌর্য, পরাক্রম, সাহসের প্রতীক। আর এই দুই প্রায় ভিন্ন মেরুর গ্রহ যখন কাছাকাছি আসে, জুটি বাঁধে তখন তার গুরুতর প্রভাব পড়ে সমস্ত রাশির উপর। ছবি- সংগৃহীত
2
8
বর্তমানে শুক্র ধনু রাশিতে রয়েছে। আগামী ১২ জানুয়ারি এই গ্রহ মকর রাশিতে প্রবেশ করবে। অন্যদিকে মঙ্গল গ্রহও আগামী ১৬ জানুয়ারি মকর রাশিতে গোচর করবে। ফলে মকর সংক্রান্তির ঠিক পরপরই ১৬ জানুয়ারি থেকে মকর রাশিতে একসঙ্গে মঙ্গল এবং শুক্র অবস্থান করবে। এর ভাল এবং খারাপ, দুই রকমই প্রভাব পড়বে সমস্ত রাশির উপর। জেনে নিন উপকৃত হবেন কারা। ছবি- সংগৃহীত
3
8
বৃষ: ধনলাভের যোগ তৈরি হবে এই রাশির জাতকদের এই সময়। ভাগ্য সহায় থাকবে। ফলে যে কাজেই হাত দেবেন তাতেই সাফল্য পাবেন। বলা যায় এই সময় থেকে এই রাশির আচ্ছে দিন শুরু হয়ে যাবে। ছবি- সংগৃহীত
4
8
যাঁরা চাকরিজীবী তাঁদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বাড়বে আয়। কাজের জন্য প্রশংসিত হবেন। যাঁরা ব্যবসায়ী তাঁদের ব্যবসা বৃদ্ধি পাবে। নতুন ব্যবসা শুরু করতে পারেন, নতুন অর্ডার পাবেন বিপুল অঙ্কের। যাঁরা পড়াশোনা করছেন তাঁদের সামনে পরীক্ষা থাকলে সেখানে সফল হবেন। ছবি- সংগৃহীত
5
8
তুলা: মঙ্গল এবং শুক্রর জুটি এই গ্রহের চতুর্থ ঘরে হবে, আর সেই কারণেই ব্যাপক লাভবান হবেন। বিলাসবহুল জীবন কাটাবেন। বিভিন্ন সুযোগ, সুবিধা পাবেন। ছবি- সংগৃহীত
6
8
আর্থিক অবস্থার উন্নতি হবে। সম্পত্তি বাড়বে, গাড়ি, বাড়ি কিনতে পারেন। পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হবেন। ভাগ্য সহায় থাকার কারণে হঠাৎ ধনপ্রাপ্তি হবে। আয় বাড়বে। ছবি- সংগৃহীত
7
8
ধনু: গগনচুম্বি সাফল্য পাবেন। খ্যাতির শীর্ষে পৌঁছবেন। কাজের জন্য পরিচিতি বাড়বে। প্রভাবশালী কোনও ব্যক্তির সঙ্গে আলাপ হতে পারে। ছবি- সংগৃহীত
8
8
এতদিন ধরে যে কাজ হবে হবে করেও হয়নি, আটকে গিয়েছে সেটা অবশেষে হবে। আপনার কথায় বহু মানুষ আকর্ষিত হবেন। কথার গুরুত্ব বাড়বে। ধনলাভের সম্ভাবনা রয়েছে। ছবি- সংগৃহীত