আজকাল ওয়েবডেস্ক: ফের মেট্রো লাইনে আত্মহত্যার চেষ্টা। ঘটনাটি ঘটে সকাল ১০ টা বেজে ৫০ মিনিটে। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, চাঁদনি চক স্টেশনে এক মহিলা ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। সঙ্গে ছিল ছোট বাচ্চা। এই ঘটনায় ব্যাহত মেট্রো চলাচল। এর জেরে বেশ কিছুক্ষণ বন্ধ রাখা হয়েছিল মেট্রো পরিষেবা। মেট্রো চলেছে গিরিশ পার্ক থেকে ময়দান স্টেশন পর্যন্ত।
মেট্রো পুলিশ দ্রুততার সঙ্গে মহিলাকে উদ্ধার করে। কিন্তু বাঁচানো যায়নি তাকে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, মেয়েকে নিয়ে স্কুল থেকে ফিরছিলেন তিনি। স্টেশনে ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলেন ওই মহিলা। আচমকাই দক্ষিণেশ্বরগামী ট্রেন এলে তিনি মেয়েকে রেখে লাইনে ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয় লাইনের। কিন্তু বাঁচানো যায়নি তাঁকে।
কেন এই কাণ্ড ঘটালেন মহিলা তা স্পষ্ট নয়। ওই মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কারও সঙ্গে ঝামেলা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মহিলার বাচ্চাকে তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে।
