আজকাল ওয়েবডেস্ক: কেরলের কোচি বিশ্ববিদ্যালয়ে মিউজিক কনসার্ট চলাকালীন পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৪ পড়ুয়ার। শনিবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে কোচি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। মৃত পড়ুয়াদের মধ্যে দুইজন ছাত্রী, দুইজন ছাত্র। পদপিষ্ট হয়ে আহত হয়েছেন কমপক্ষে ৬৪ জন। যাদের মধ্যে দুইজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার অডিটোরিয়ামে নিকিতা গান্ধীর কনসার্ট চলছিল। ২০০০ জনের বেশি শ্রোতা জড়ো হয়েছিলেন সেইখানে। কনসার্ট চলাকালীন আচমকা বৃষ্টি শুরু হয়। অডিটোরিয়ামের পিছনের দিকে কোনও শেড ছিল না। বৃষ্টি শুরু হতেই মঞ্চের সামনে শেডের দিকে ছুটে আসেন অনেকে। সেই সময়েই পদপিষ্টের ঘটনাটি ঘটেছে।
আহত পড়ুয়াদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, একাধিক পড়ুয়া সঙ্কটজনক অবস্থায় ভর্তি। পাশাপাশি ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ইতিমধ্যেই কোঝিকোড়ের সরকারি গেস্ট হাউসে জরুরি বৈঠকে বসেছেন তিনি৷ বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছেন কেরলের একাধিক মন্ত্রী।