আজকাল ওয়েবডেস্ক: সোনার দাম চড়চড়িয়ে বাড়ছে। বিয়ের মরশুমে সোনার গয়না কিনতেই হিমশিম খাচ্ছেন মধ্যবিত্তরা‌। এই আবহে মাথায় হাত সোনা ব্যবসায়ীদের। সোনার দাম যেমন একদিকে বাড়ছে, তেমনই সোনার দোকানে চুরির ঘটনাও সাম্প্রতিককালে বেড়েছে দেশজুড়ে। 

গোটা দেশের মধ্যে প্রথমবার বিহারে সোনার গয়না কেনার সময় পোশাকেও বিধিনিষেধ জারি করা হল। এবার থেকে আর মুখ ঢেকে সোনার দোকানে প্রবেশ করা যাবে না। সোনার দোকানে হিজাব, নাকাব পরে প্রবেশ করতে পারবেন না কেউ। দেশের মধ্যে প্রথমবার বিহারেই এমন নিয়ম চালু হল। 

অল ইন্ডিয়া জুয়েলার্স অ্যান্ড গোল্ড ফেডারেশনের তরফে নির্দেশিকা জারি করার পরেই এই পদক্ষেপ করা হয়েছে। চলতি বছরে জানুয়ারি মাস থেকেই বিহারে সোনার দোকানে ক্রেতাদের পোশাকে বিধিনিষেধ জারি করা হয়েছে। 

নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে বিহারের সোনার দোকানে ক্রেতারা বোরখা, হিজাব, নাকাব, হেলমেট, স্কার্ফে মুখ ঢেকে ঢুকতে পারবেন না। এবার ক্রেতাদের সোনার দোকানে ঢুকতেও দেওয়া হবে না। পুরোপুরি মুখ দেখা না গেলে, সোনার দোকানে সে সমস্ত ক্রেতাদের প্রবেশ নিষেধ। পুরোপুরি মুখ দেখা গেলেই সোনা কেনার সুযোগ পাওয়া যাবে। 

অল ইন্ডিয়া জুয়েলার্স অ্যান্ড গোল্ড ফেডারেশনের রাজ্য সভাপতি অশোক কুমার বর্মা জানিয়েছেন, সাম্প্রতিককালে একাধিক চুরির ঘটনা ঘটেছে, যেখানে ক্রেতাদের হেলমেট পরে, মুখ ঢেকে সোনার দোকানে ঢুকতে দেখা গেছে। এভাবেই চুরির ঘটনাগুলি ঘটছে বেশিরভাগ সময়। তিনি এও জানিয়েছেন, হিজাব, বোরখা পরায় নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না। কিন্তু সোনার দোকানে প্রবেশ করার আগে মুখ পুরোপুরি দেখিয়ে ঢুকতে হবে। মহিলাদের পাশাপাশি পুরুষদের ক্ষেত্রেও এই নিয়ম জারি রয়েছে। 

অশোক কুমার বর্মা আরও জানিয়েছেন, পাটনার পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিধিনিষেধে কোনও আপত্তি জানাননি তাঁরা। যদিও এই বিধিনিষেধে রাজনৈতিক চাপানুউতোর শুরু হয়েছে। বিহারের সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধী দলের নেতারা।