আজকাল ওয়েবডেস্ক: ইন্টারনেটে নাবালকদের নিয়ে কুরুচিকর ও অশ্লীল ভিডিও ছাড়ত অভিযুক্ত। এই অপরাধে এক নামী ইউটিউবারকে গ্রেপ্তার করল হায়দরাবাদ পুলিশের সাইবার শাখা। অভিযুক্ত ব্যক্তির নাম কামবেটি সত্যমূর্তি (৩৯)। পুলিশ জানিয়েছে, ‘ভাইরাল হাব’ নামে একটি ইউটিউব চ্যানেল চালাতেন তিনি। সেখানেই কিশোর-কিশোরীদের যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সত্যমূর্তি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের বাসিন্দা। তদন্তকারীরা জানিয়েছেন, নিজের চ্যানেলের জন্য তিনি ১৫ থেকে ১৭ বছর বয়সিদের সাক্ষাৎকার নিতেন। সেখানে অত্যন্ত কুরুচিকর ও আপত্তিকর প্রশ্ন করা হতো তাদের। এমনকী একটি ভিডিওতে দুই নাবালককে দিয়ে জোর করে আপত্তিকর কাজ করানো হয়েছে বলেও অভিযোগ। পুলিশের দাবি, এটি সরাসরি শিশু যৌন নিগ্রহ।

গত বছর অক্টোবর মাসে বিষয়টি পুলিশের নজরে আসে। পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে তদন্তে নামে। ডিজিটাল তথ্য-প্রমাণ খতিয়ে দেখার পর অপরাধ নিশ্চিত করে অভিযুক্তকে পাকড়াও করেন সাইবার শাখার আধিকারিকরা।

পুলিশের তদন্তে আরও উঠে এসেছে যে, ২০১৮ সাল থেকেই সমাজমাধ্যমে দাপিয়ে বেড়াতেন সত্যমূর্তি। প্রথমে জনপ্রিয় ব্যক্তিদের সাক্ষাৎকার নেওয়ার সময় কুরুচিকর কথা বলে নজর কাড়তেন তিনি। কিন্তু ভিউ বাড়িয়ে বেশি টাকা উপার্জনের লোভে পড়ে তিনি নাবালকদের ব্যবহার করতে শুরু করেন। বর্তমানে তাঁর চ্যানেলে আড়াই লক্ষেরও বেশি গ্রাহক রয়েছেন। চ্যানেলটি যাতে পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হয়, তার জন্য গুগল কর্তৃপক্ষকে চিঠি দিচ্ছে পুলিশ।