আজকাল ওয়েবডেস্ক: বেহালার শখেরবাজারে দুঃসাহসিক চুরি। ৪৩৪/ বি বৈদ্যপাড়ার বাসিন্দা রাজকুমার নামের এক ব্যক্তির বাড়ি থেকে চুরি গেল ২০ লাখ টাকার গয়না, ৮০ হাজার নগদ টাকা। ঘটনায় রাজকুমারের এক প্রতিবেশীকে আটক করে তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ।
রাজকুমার জানিয়েছেন, বৃহস্পতিবার জগদ্ধাত্রী পুজোর ঠাকুর ভাসান দেখতে গিয়েছিলেন। শনিবার বাড়ি ফিরে তিনি দেখেন তাঁর ঘরের দরজার লক ভাঙা। লন্ডভন্ড ঘরের অবস্থা। চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিনিসপত্র। প্রত্যেকটি ঘরের আলমারি খোলা এবং আলমারির ভেতরে যা ছিল তার সবই চুরি গেছে।
রাজকুমার জানিয়েছেন, আলমারির ভেতরে প্রায় ২০ লক্ষ টাকার সোনার গয়না এবং ৮০ হাজার নগদ টাকা ছিল। সবটাই নিয়ে গেছে চোর। ঘটনার পর হরিদেবপুর থানায় এফআইআর দায়ের করেন তিনি।অভিযোগের ভিত্তিতে হরিদেবপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।