আজকাল ওয়েবডেস্ক: পার্থ দের নামে নামাঙ্কিত হবে আইএফএর নার্সারি লিগ। বাইপোলার অসুখে আক্রান্ত হয়ে মারাদোনা ভক্ত পার্থ দু"বছর আগে মারাদোনার প্রয়াণ দিবসেই প্রয়াত হন। শনিবার তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকী এবং মারাদোনার চতুর্থ প্রয়াণ দিবসে একটি অনুষ্ঠানের মাধ্যমে পার্থ দে ফাউন্ডেশনের কার্যকলাপ বিবৃত করা হয়। "স্বপ্নের উড়ান" নামের একটি তথ্যচিত্র দেখানো হয়, যা আধারিত প্রয়াত পার্থর জীবনের ওপর। সন্তানের স্মৃতিতে মানুষের কল্যাণের জন্য তাঁর বাবা অমিয় দে ও মা মিতা দে এই ফাউন্ডেশন করেন। মানসিক স্বাস্থ্য নিয়ে পূর্ব ভারতের সব থেকে বড় প্রতিষ্ঠান অন্তরার সঙ্গে মিলে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার কলকাতার ক্রীড়াসাংবাদিক ক্লাবে ক্রীড়াবিদ এবং ক্রীড়া সাংবাদিকদের মানসিক সমস্যা নিয়ে একটি উপস্থাপনা হয়। যেখানে মানসিক অস্থিরতাকে কেন্দ্র করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। পার্থ দে স্মারক ডাক টিকিটের উদ্বোধন করেন প্রাক্তন গোলকিপার সুমিত মুখার্জি। আইএফএ-র সহ সভাপতি সৌরভ পাল ঘোষণা করেন, নার্সারি লিগ নামাঙ্কিত হবে পার্থ দের নামে। তিনি বলেন, "আমাদের নার্সারি লিগের মধ্যে দিয়েও জীবিত থাকবে পার্থ।" ফাউন্ডেশনের ভবিষ্যৎ কর্মকান্ড নিয়ে বিস্তারিত জানান ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ অধ্যাপক অশোক দত্ত। মারাদোনাকে নিয়ে কুইজ দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।
