আজকাল ওয়েবডেস্ক: বসানো হল ২২৮টি সিসিটিভি ক্যামেরা। নজরদারি চালাতে লাগানো হল এলইডি স্ক্রিন। এককথায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল মালদা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল।
আরজি কর কাণ্ডের পর গোটা রাজ্য জুড়ে সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা জোরদার করেছে রাজ্য সরকার। এর জন্য নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। তারই উদাহরণ হিসেবে এই হাসপাতালে সিসিটিভির সংখ্যা ১৭১ থেকে বাড়িয়ে করা হল ২২৮। হাসপাতালের মূল প্রবেশদ্বার থেকে থেকে প্রতিটি বিভাগ এবং বিভিন্ন জায়গায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। বড় এলইডি স্ক্রিনের মাধ্যমে যা দেখছেন নিরাপত্তা কর্মীরা। প্রসঙ্গত, ইতিমধ্যেই মালদা মেডিক্যাল কলেজ থেকে সরানো হয়েছে সিভিক ভলান্টিয়ারদের। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, হাসপাতালের বিভিন্ন বিভাগে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ২০ জন সিভিক ভলান্টিয়ার।
যাদের সরিয়ে প্রতিটি শিফটে একজন করে এএসআই পদমর্যাদার পুলিশ আধিকারিক-সহ থাকছেন সাতজন করে পুলিশকর্মী। হাসপাতালের সমস্ত বিভাগেই নিরাপত্তার দিকটি তাঁরাই দেখছেন। সিভিক সরিয়ে পুলিশকর্মীকে দায়িত্ব দেওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে রোগীর পরিজনদের মধ্যে। হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর পরিজনের মতে, পুলিশ দেখলে যতটা ভরসা পাওয়া যায় ততটা সিভিক দেখলে হয় না। আবার আরেক রোগীর পরিজনের মতে, এই সিভিক ভলান্টিয়ারদের চাকরি নিয়ে এখন প্রশ্ন উঠেছে। সমাজের সর্বস্তরে যেমন ভালো এবং মন্দ আছে তেমনি সিভিকদের মধ্যেও ভালো ও মন্দ দুই আছে।
