নিতাই দে: ফের দুর্ঘটনাগ্রস্ত রেল। বৃহস্পতিবার আগরতলা থেকে এলটিটি যাওয়ার পথে ১২৫২০ লোকমান্য তিলক এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয় আসামের হাফলংয়ের কাছে। বিকেল ৩টা ৫৫ মিনিটে লাইনচ্যুত হয় ট্রেনটি। পাওয়ার কার ও ট্রেনের ইঞ্জিন সহ মোট ৮টি বগি লাইনচ্যুত হয়েছে।
তবে এই লাইনচ্যুতের কারণে কোন হতাহতের বা বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া পাওয়া যায়নি। পূর্ব উত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, এই ট্রেনের উদ্ধারকার্য এখনও চলছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে থাকা যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প টেনের ব্যবস্থা করছে পূর্বত্তর সীমান্ত রেলওয়ে।
আপাতত যাত্রীরা দিবলং স্টেশনে রয়েছেন। পূর্বত্তর সীমান্ত রেলওয়ের তরফ থেকে যাত্রীদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে মেডিকেল টিমে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। যাত্রীদের মেডিকেল চেকআপ শুরু করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে তরফ থেকে। ঘটনার খবর পেয়ে রেলের তরফে যাত্রীদের খোঁজ খবর নেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, ঘটনায় কেউ আহত হননি।
আপাতত লামডিং বদরপুর সিঙ্গেল লাইনের উপর দিয়ে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। এই দুর্ঘটনার জন্য হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে। লামডিং-এর হেল্পলাইন নম্বরগুলি হল ০৩৬৭৪২৬৩১২০, ০৩৬৭৪২৬৩১২৬। ঘটনায় খবর নিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মাও।
