আজকাল ওয়েবডেস্ক : আগেই দুই দেশের মধ্যে কথা হয়েছিল। আর এবার সেইমতো কাজ শুরু। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগে থেকে দুই দেশের মধ্যে সামরিক আদানপ্রদান নিয়ে যে কথা হয়েছে তার এবার সুফল ভোগ করার পালা। দুই দেশের মধ্যে হল এক ঐতিহাসিক আদানপ্রদান। 

 

 দীর্ঘদিন আলোচনার পরে অবশেষে ৩১টি শিকারি ড্রোন কিনে ফেলল নয়াদিল্লি। গত বছরই এই ড্রোন চুক্তিতে সবুজ সংকেত দিয়েছিল ওয়াশিংটন। সরকারিভাবে ড্রোন কেনার প্রক্রিয়া সম্পন্ন হল মঙ্গলবার। তবে এই ড্রোন কবে ভারতে আসবে তা এখনও জানা যায়নি।

 

সূত্রের খবর, ৩৫০ কোটি ডলারের বিনিময়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৩১টি এমকিউ-৯ রিপার ড্রোনের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ হাজার কোটি টাকা। ৩১টি ড্রোনের মধ্যে ১৫টি দেওয়া হবে ভারতীয় নৌবাহিনীকে। সি গার্ডিয়ান প্রজাতির ড্রোন ব্যবহার করবে নৌসেনা। এছাড়া আটটি করে ড্রোন দেওয়া হবে স্থল এবং বায়ুসেনাকে। এই দুই বাহিনী ব্যবহার করবে স্কাই গার্ডিয়ান ড্রোন। উল্লেখ্য, এই ড্রোন একটানা ২৭ ঘণ্টা ধরে উড়তে পারে ৫০ হাজার ফুটেরও বেশি উচ্চতায়। ২,১৫৫ কিলোগ্রাম ওজন বহনের ক্ষমতাও রয়েছে এই ড্রোনের। 

 

সম্প্রীতি ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খুব একটা ভাল নয়। প্রতিবেশী দেশ থেকে জঙ্গিদের আনাগোনা চলছে। জম্মু কাশ্মীর তারই ফল ভোগ করছে মাঝেমধ্যে। এই ড্রোন ভারতের হাতে এলে দেশের নিরাপত্তা আরও বেশি জোরদার করতে পারবে ভারত। এমনটাই মত বিশেষজ্ঞদের।