আজকাল ওয়েবডেস্ক: পরপর ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র। এবার উত্তরাখণ্ডে। রেললাইনের উপরে রাখা বিরাট হাইটেনশন তার। দূর থেকে দেখতে পেয়েই যাত্রীবাহী ট্রেনটি থামান লোকো পাইলট। তাঁর তৎপরতায় আবারও বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন অসংখ্য যাত্রী। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার ভোরবেলায় ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের উদম সিং নগর জেলায়। খতিমা রেলস্টেশনের উপর দিয়ে যাচ্ছিল দেরাদুন-তনকপুর উইকলি এক্সপ্রেস। রেল সূত্রে খবর, ওই স্টেশনের উপর দিয়ে যাওয়ার সময়েই ট্রেনের লোকো পাইলটের চোখে পড়ে, রেললাইনের উপরে হাইটেনশন তার রাখা হয়েছে। তড়িঘড়ি করে ট্রেনটি থামানো হয়। 

 

তিনিই রেলের আধিকারিকদের খবর পাঠান। ঘটনাস্থলে পৌঁছন রেলের কর্মী থেকে পুলিশ। ঘটনাস্থল থেকে ১৫ মিটার লম্বা হাইটেনশন তার উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পরেই ট্রেনটি ঘটনাস্থল ছেড়ে বেরিয়ে যায়। ঘটনায় ইতিমধ্যেই একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। 

 

রেলের তরফে জানানো হয়েছে, স্টেশন এবং সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। কে বা কারা রেললাইনের উপর হাইটেনশন তার রেখেছে, তার খোঁজ চলছে।