মিল্টন সেন, হুগলি: বাংলার দুর্গা পুজোকে ২০২১ সালে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। তার পরেই রাজ্যের মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জি জেলায় জেলায় দুর্গা পুজো কার্নিভালের ঘোষণা করেন। সেই অনুযায়ী তার পর থেকে পর পর দুই বছর টানা জেলা সদর শহর চুঁচুড়ায় হয় দুর্গা পুজো কার্নিভাল। ২০২২ সালে জেলায় জেলায় শুরু হয় পুজো কার্নিভাল।
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের শোভাযাত্রা জগৎ বিখ্যাত। উচ্চ প্রতিমা আর আলোর কারসাজি দেখতে বহু মানুষ জড়ো হন আজও। সেই শোভাযাত্রার মতই মুখ্য। মন্ত্রীর উদ্যোগে কলকাতা রেড রোডে দুর্গা পুজো কার্নিভাল শুরু হয়েছিল আগেই। তার পর সেই কার্নিভাল শুরু হয় জেলায় জেলায়। এবছর দুর্গা পুজো কার্নিভাল অনুষ্ঠিত হয় শ্রীরামপুরে। আর ধুনুচি হাতে কার্নিভালে যোগ দিয়ে পুজো উদ্যোক্তাদের উৎসাহিত করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যান ব্যানার্জি।
সোমবার বিকালে আয়োজিত কার্নিভালে জেলার ১৭ টি দুর্গা পুজো বারোয়ারী অংশ নেয়। কার্নিভালে অংশগ্রহণ করে শ্রীরামপুর, উত্তপাড়া, কোন্নগর, রিষড়া, ডানকুনি ও বৈদ্যবাটি পুরসভা এলাকার দুর্গা পুজো অংশ নেয়। শ্রীরামপুর জগন্নাথ মন্দিরের স্নান পিড়ি মাঠ থেকে জিটি রোড ধরে রথের রুট দিয়ে প্রায় দুই কিমি রাস্তা অতিক্রম করে বটতলা পর্যন্ত কার্নিভালের রুট নির্ধারন করা হয়। হুগলি জেলা প্রশাসনের আধিকারিক ও জন প্রতিনিধিদের উপস্থিতিতে সাড়ম্বরে অনুষ্ঠিত হয় দুর্গাপুজো কার্নিভাল ২০২৪। উপস্থিত ছিলেন, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মিতালী বাগ, জেলা শাসক মুক্তা আর্য সহ জেলা প্রশাসনের আধিকারিক ও বিধায়করা।
ছবি পার্থ রাহা।
