প্রশান্ত দাস
দশমীর সন্ধ্যায় জেলা ক্রীড়া সংস্থার মাঠে হল রাবণ বধ। স্থানীয় কালিতলা ক্লাব ও মালদা জেলা ক্রীড়া সংস্থা এই উৎসবের আয়োজন করে। যেখানে রাম লক্ষ্মণ সেজে দুই বালক রাইল চৌধুরী এবং সৌমেন্দু নারায়ণ চৌধুরী তির ছুঁড়ে রাবণ বধ করে। এরপরের আকর্ষণ ছিল একঘন্টা ধরে আতশবাজির খেলা। প্রতি বছরের মতো এবছরও দশমীতে এই রাবণ বধ দেখতে অসংখ্য মানুষ ভিড় করেন মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ছিলেন পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, সাংসদ আবুহাসেম খান চৌধুরী, জেলা পুলিশ সুপার প্রদীককুমার যাদব-সহ বিশিষ্ট জনেরা।
ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন,বিষাদের দিনেও উৎসবে মাতিয়ে রাখতে এই দশেরা উৎসবের আয়োজন করে কালিতলা ক্লাব। অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির স্থাপন করতেই রাবণ বধের আয়োজন আমরা করি। সেইসঙ্গে কালিতলা ক্লাবের পক্ষ থেকে এদিন দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আতশবাজির খেলা দেখানো হয়েছে।
কালিতলা ক্লাবের সম্পাদক দেবব্রত সাহা বলেন, দুর্গাপুজো মানেই উৎসব মুখর বাংলা। মায়ের বিদায় বেলায় ভারাক্রান্ত মানুষের মন। আর সেই দিকে নজর রেখেই এই উৎসবের আয়োজন করা হয়। ঘরে ঘরে এখন আনন্দ উৎসব চলছে। সকলেই যেন শান্তিপূর্ণ ভাবে এই আনন্দে সামিল হতে পারেন সেই কামনাই করছি। এদিনের এই রাবণ বধ অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে।
