আজকাল ওয়েবডেস্ক: মানোলো মার্কেজ কোচ হওয়ার পর এখনও জয় এল না ভারতীয় ফুটবল টিমের। ফ্রেন্ডলি ম্যাচে শনিবার ভিয়েতনামের বিরুদ্ধে ড্র করল ভারত। খেলার ফলাফল ১-১। ভিয়েতনাম, লেবানন এবং ভারতের ত্রিদেশীয় টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। 

 

কিন্তু রাজনৈতিক কারণে লেবানন অংশগ্রহণ করতে না পারায় এটি ফ্রেন্ডলি ম্যাচে রূপান্তরিত হয়। ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারতীয় দলের চেয়ে ১০ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনাম শুরু থেকেই আক্রমণ চালাচ্ছিল ভারতীয় ডিফেন্সে। এদিন খেলার শুরুতেই ১১ মিনিটে ভিয়েতনাম পেনাল্টি পায়। তবে গুরপ্রীত গোলপোস্টে দুর্দান্ত সেভ করে রক্ষা করেন।

 

 

কিন্তু ৩৮ মিনিটে কর্নারের ফলে ভিয়েতনামের পক্ষে গোল হয়। ভি হাওয়ের শট আনোয়ারের গায়ে লেগে গোল হয়ে যায় এবং ভারত প্রথমার্ধে ১-০ পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫৩ মিনিটে ফারুখ চৌধুরীর চিপ শটে ভারত সমতা ফেরায়। সুরেশের ভাসানো বল ধরে তিনি গোল করেন।

 

 

তবে এরপর ভারতীয় দল আর খেলায় ছন্দ রক্ষা করতে পারেনি। শেষের দিকে আনোয়ারের একটি গোললাইন সেভ ছাড়া ভারতকে হার থেকে রক্ষা করতে পারা সম্ভব হয়নি। মানোলো মার্কেজ কোচের পদে আসার পর থেকে এখনও জয় অধরা রয়ে গেল ভারতের কাছে। ছন্নছাড়া ফুটবলে হার বাঁচল ভারত।