যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পছন্দ করেন তাদের কাছে স্মল ক্যাপ ফান্ড একটি বিরাট দিক। এখানে বিভিন্ন ব্যাঙ্কের অংশ থাকে। ফলে এখান থেকে ভাল রিটার্নের সম্ভাবনা থাকে।
2
9
স্মল ক্যাপ ফান্ডের মধ্যে থাকে এইচডিএফসি ব্যাঙ্ক, ইনভেসকো, নিপুন, অ্যাক্সিস ব্যাঙ্ক সহ আরও বেশ কয়েকটি। এরা সর্বদাই বাজারের সঙ্গে হিসেব করে কাজ করে।
3
9
এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ডে এইউএম থাকে ৩৭ হাজার ৭৫৩ কোটি টাকা। এটি রয়েছে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। যারা এখানে বিনিয়োগ করেছেন তারা ভাল লাভ পেয়েছেন।
4
9
অ্যাক্সিস ব্যাঙ্ক স্মল ক্যাপ ফান্ডে এইউএম থাকে ২৬ হাজার ৭৬৯ কোটি টাকা। এখানে আপনি ১ বছর থেকে শুরু করে ৩ বা ৫ বছর পর্যন্ত বিনিয়োগ করতে পারেন।
5
9
আইসিআইসিআই প্রুডেন্সিয়াল স্মল ক্যাপ ফান্ডে এইউএম থাকে ৬ হাজার ৪২৭ কোটি টাকা। এখানে যদি ১ বছর থেকে শুরু করে ৫ বছর পর্যন্ত বিনিয়োগ করেন তাহলে সেখানেও ভাল লাভ থাকবে।
6
9
ইনভেসকো স্মল ক্যাপ ফান্ডে এইউএম থাকে ৮ হাজার ৯৯৯ কোটি টাকা। এখানেও সময় রয়েছে ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত।
7
9
কোটাক স্মল ক্যাপ ফান্ডে এইউএম ভাল থাকে। এখানে যদি টানা ৫ বছর ধরে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে ভাল রিটার্ন আসবে।
8
9
নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে এইউএম থাকে ৬৮ হাজার ২৮৭ কোটি টাকা। ফলে এখানে বিনিয়োগ করলেই সেখান থেকে ভাল লাভ ঘরে ঢুকবে।
9
9
স্মল ক্যাপ ফান্ডে আপনাকে বেশি অর্থ বিনিয়োগ করতে হবে না। সেখানে বিনিয়োগকারীরা অতি সহজেই নিজেদের অর্থের লেনদেন করতে পারেন।