সংবাদসংস্থা মুম্বই: 

"ছবিশিকারিদের বদলে দিয়েছে সমাজমাধ্যম"

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিণীতি চোপড়া আলোচনা করেন সমাজমাধ্যমের কুপ্রভাব সম্পর্কে। জানান, তাঁকে নয়ের দশকের এক জনপ্রিয় তারকা-অভিনেত্রী জানিয়েছিলেন, সেইসময় তাঁদের সবথেকে ভাল ছবিটাই সংবাদমাধ্যমে প্রকাশ পেত। কোনও ছবি তোলার সময় অনিচ্ছাকৃত পোশাক বেসামাল হয়ে গেলে সেসব ছবি জনমানসে প্রকাশ পেত না। আর এখন কোনও অভিনেত্রীর পোশাক ছিঁড়ে ফেটে গেলে কিংবা বিভিন্ন অবাঞ্ছিত দিক থেকে সেই অভিনেত্রীর ছবি আরও বেশি করে তোলা হয়। এই কথা জানানোর পর পরিণীতির মন্তব্য, "খারাপ ব্যাপারগুলোই বেশি বেশি করা হয় দর্শককে। আর এসব হয়েছে সমাজমাধ্যমের কুপ্রভাবে। "

 

বনশালির আগামী ছবি কি 'সঙ্গম'-এর রিমেক?

সঞ্জয় লীলা বনশালির আগামী ছবির নাম 'লভ অ্যান্ড ওয়ার'। ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশলকে। ইন্ডাস্ট্রিতে জোর ফিসফাস, সেই ছবি নাকি আদতে রাজ কাপুরের 'সঙ্গম' ছবির রিমেক। তবে এই ফিসফাস জল্পনায় পরিণত হওয়ার আগেই তা নিজে থামিয়ে দিলেন খোদ বনশালি। যদি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে বনশালি জানিয়েছেন, তাঁর নতুন ছবির সঙ্গে কোনও সম্পর্ক নেই 'সঙ্গম'-এর। 'লভ অ্যান্ড ওয়ার' কোনওভাবেই যে 'সঙ্গম'-এর রিমেক নয়, সেকথাও জোর গলায় জানান তিনি। এক ধাপ এগিয়ে পরিচালক জানিয়েছেন, তাঁর ব্যক্তিগত মতামত ক্ল্যাসিক ছবি নিয়ে কখনও বেশি ঘাঁটাঘাটি করা উচিত নয়।

 

আলিয়া ও দীপিকা সন্তানদের মধ্যে মিল কোথায়?

সম্প্রতি এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন। বছর দুয়েক আগে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন আলিয়া ভাট 

ও। রণবীর কাপুর-আলিয়া ভাটের কন্যার নাম রাহা। অন্যদিকে, দীপিকা-রণবীরের কন্যার নাম এখনও অজানা। তবে এই দুই শিশুর মধ্যে একটি দায়গায় ভারি মিল। তা হল, এরা দু'জনেই যখন মাতৃজঠরে সেই সময় তাঁদের মায়েরা চুটিয়ে ছবির শুটিং সারছেন। আলিয়ার ক্ষেত্রে সেই ছবির‌ নাম, 'হার্ট অফ স্টোনস'। এবং দীপিকা অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ করেছিলেন 'সিংহম এগেইন' ছবিতে।