বিনোদন দুনিয়ার আকাশে-বাতাসে এখন একটাই খবর ভাসছে— শ্রীদেবী-কন্যা খুশি কাপুর আর তাঁর চর্চিত প্রেমিক বেদাং রায়নার প্রেমে কি তবে ইতি পড়ল? জোয়া আখতারের 'দ্য আর্চিজ' ছবির সেট থেকে যে সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছিল, তা নাকি সময়ের আগেই থমকে গিয়েছে। সম্প্রতি বিনোদন জগতের এক ঘনিষ্ঠ সূত্র মারফত এই খবর আসায় টিনসেল টাউনে তোলপাড় শুরু হয়েছে।

 


খুশি এবং বেদাং-এর সম্পর্কের রসায়ন নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহলের শেষ ছিল না। যদিও তাঁরা নিজেরা কখনওই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি, তবে বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে উপস্থিতি অন্য ইঙ্গিত দিত। খুশির জন্মদিন হোক বা নতুন বছরের ছুটি কাটানো— প্রায় সব জায়গাতেই দু'জনকে একসঙ্গে দেখা যেত। এমনকী গত বছরের মাঝামাঝি সময়ে খুশির গলায় একটি লকেট দেখা গিয়েছিল, যেখানে বেদাং-এর নামের আদ্যক্ষর খোদাই করা ছিল। তাই নেটিজেনরা এটাকে 'অফিসিয়াল কনফার্মেশন' হিসেবেই ধরে নিয়েছিলেন।

 

কিন্তু হঠাৎই হল ছন্দপতন! জানা যাচ্ছে, তাঁদের মধ্যে এখন আর কোনও সম্পর্ক নেই। শোনা যাচ্ছে, কয়েকদিন আগেই তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিচ্ছেদের নেপথ্যে নির্দিষ্ট কারণটি এখনও ধোঁয়াশায়। কেউ বলছেন কেরিয়ারের ব্যস্ততা, আবার কেউ খুঁজছেন তৃতীয় ব্যক্তি কেন্দ্রীক কোনও কারণ। 

 

যদিও বেদাং তাঁর কেরিয়ারের শুরুতে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি এখন কাজে বেশি মনোযোগী হতে চান এবং খুশি তাঁর শুধুই ‘ভাল বন্ধু’। খুশি নিজেও করণ জোহরের টক শো-তে বিষয়টি নিয়ে বেশ মজার ছলে এড়িয়ে গিয়েছিলেন।

 


 

বর্তমানে খুশি এবং বেদাং দু'জনেই তাঁদের পেশাদার জীবন নিয়ে ব্যস্ত। বেদাংয়ের অভিনয় দক্ষতা ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে, অন্যদিকে খুশিও বড়পর্দার নতুন চরিত্রের জন্য নিজেকে তৈরি করছেন। ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েন তাঁদের কেরিয়ারে কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার। তবে এখনও পর্যন্ত দুই তারকার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। শেষ পর্যন্ত এই জুটির সমীকরণ কোন দিকে মোড় নেয়, তা সময়ই বলবে। আপাতত বলিপাড়ার অলিতে-গলিতে কান পাতলে শুধু এই বিচ্ছেদের খবরই শোনা যাচ্ছে।