আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। সরস্বতী পুজোর দিন বড়পর্দায় মুক্তি পেতে চলেছে উইন্ডোজ প্রোডাকশন হাউজের নতুন ছবি 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। এই ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে যাবে ছোটপর্দার 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ওরফে স্বস্তিকা দত্তকে। এই ভূতের ছবিতে কাজ করতে গিয়ে সত্যিই ভূতের দেখা পেয়েছিলেন অভিনেত্রী? আজকাল ডট ইনের সঙ্গে আড্ডায় জানালেন কোন কথা? 

'ভানুপ্রিয়া ভূতের হোটেল' ছবি নিয়ে সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনে ভূত দেখেছেন কিন জানতে চাইলে স্বস্তিকা দত্ত জানান এই ছবির শুটিংয়েই তাঁর এমন এক অভিজ্ঞতা হয়েছে। কী ঘটেছিল? অভিনেত্রী বলেন, "যেখানে যাই শুটিং করতে, সেখানে একা ঘুমাতে পারি না।" মজা করে যখন বলা হয়, "পাশে কাউকে লাগে ওর", তিনিও হেসে জবাব দেন, "হ্যাঁ, কোনও মেয়েকে।" এরপরই তিনি ভাগ করে নেন সেই অভিজ্ঞতা। 

স্বস্তিকা দত্ত বলেন, "লাভাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ওখানে হোটেলগুলোতে মাঝে মাঝেই কারেন্ট চলে যায়। আমাদের প্যাকআপ হতো, সূর্যাস্ত হওয়ার ঠিক মুখেই। হোটেল আসতে আসতে আমাদের মোটামুটি অন্ধকার হয়ে যেত। সকালে ৪-৪.৩০ টে নাগাদ কল টাইম থাকত, আর সঙ্গে বৃষ্টি। আমি অন্ধকার ঘরে ঘুমাতে পারি না। একটা আলো জ্বলতে হবে, অল্প হলেও। অচেনা জায়গায় আমার ঘুম আসে না। মুড়ি দিয়ে ঘুমাই। এবার আমাদের রুমে বিছানার সামনে টিভি আর উপরে একটা ডিম লাইট ছিল। বাথরুমের দরজা হালকা খুলে রাখতাম যাতে আলো আসে একটু। করিডোরে আলো জ্বলত, সেটা ঘর থেকে দেখা যেত। দেবলীনা ঘুমিয়ে পড়েছে। আমি পাশে শুয়ে। এবার, যতবার মুখের উপর দিয়ে চাদর সরাচ্ছি ততবার ওই ডিম লাইট জ্বলছে নিভছে। দপদপ করছে। কিন্তু বাইরের কোনও আলো বা বাথরুমের আলোও জ্বলছে নিভছে না। খালি ওটাই ওরম করছিল। আবার যখন মুড়ি দিচ্ছি, আলোটা নিভে যাচ্ছিল।" 

স্বস্তিকা দত্তের এই অভিজ্ঞতা শুনে বনি সেনগুপ্ত, এই ছবিতে তাঁর সহঅভিনেতা, তথা দীর্ঘদিনের বন্ধু মশকরা করে বলেন, "লাইট খারাপ হয়েছিল।" তিনি এদিন এও জানান স্বস্তিকা নাকি নিজেই ভূত হয়ে ঘুরে বেড়ান। তবে এ কথা ঠিক, এই ছবির শুটিং চলাকালীন, এমনকী প্রচারের সময়ও একাধিকবার আহত হয়েছেন স্বস্তিকা। ভৌতিক অভিজ্ঞতার কথা জানিয়েই তিনি এদিন বলেন, তাঁরা দু'জন, অর্থাৎ তিনি এবং ভূত একে অপরকে ছাড়বেন ২৩ জানুয়ারি, ২০২৬-এ। সেদিনই মুক্তি পাবে এই ছবিটি। 

প্রসঙ্গত 'ভানুপ্রিয়া ভূতের হোটেল' ছবিটির পরিচালনা করেছেন অরিত্র মুখোপাধ্যায়। প্রযোজনা উইন্ডোজ প্রোডাকশন হাউজের। এখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, বনি সেনগুপ্ত এবং স্বস্তিকা দত্তকে। ইতিমধ্যেই ছবির ট্রেলার, গান দর্শকদের থেকে ভাল সাড়া পেয়েছে। বক্স অফিসে ২৩ জানুয়ারি ছবিটি মুখোমুখি হবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত 'বিজয়নগরের হীরে' এবং রাজ চক্রবর্তী পরিচালিত 'হোক কলরব' ছবি দু'টির।