সম্প্রতি প্রেমিকা তথা অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় এবং বন্ধুদের সঙ্গে বালি বেড়াতে গিয়েছিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। সেখানে গিয়েই এক অদ্ভুত ভূতুড়ে অভিজ্ঞতা হয় তাঁর। ভূতে একেবারেই বিশ্বাস করেন না বনি। কিন্তু সেখানে গিয়ে এমন কিছুর সাক্ষী থেকেছেন যার উত্তর বা ব্যাখ্যা কোনওটাই পাননি।
শীঘ্রই বড়পর্দায় আসতে চলেছে 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। সেই ছবির বিষয়ে আজকাল ডট ইনকে দেওয়া সাক্ষাৎকারে বনি সেনগুপ্ত তাঁর এই অভিজ্ঞতার কথা জানালেন। কী ঘটেছিল বালি ট্রিপে গিয়ে? অভিনেতা বলেন, "বালিতে আমরা বন্ধুরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। একদিন রাতে কৌশানী আমায় বলল, 'বাইরে থেকে প্রচণ্ড আওয়াজ আসছে, একটু দেখো তো কী ব্যাপার।' আমি পর্দা সরিয়ে দেখলাম, কেউ নেই। তারপর আবার শুয়ে পড়েছি। হঠাৎ খুব জোর আওয়াজ শুরু হয়। কৌশানী আমায় ডেকে তুলে দেয়। উঠে দেখলাম, পরিষ্কার একদম হ্যাঁ, একটা পুরো কালো অবয়ব হেঁটে বেরিয়ে যাচ্ছে এবং আমি চেঁচাচ্ছি, 'এই কোথায় যাচ্ছিস, এই এই...'। তারপর কিছুক্ষণের জন্য পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাই। মনে হল কী দেখলাম আমি এটা।"
অভিনেতা একই সঙ্গে এও জানান, মনের ভুল ভেবে তিনি কৌশানীকে জিজ্ঞেস করেন, "আমি কি জেগে চিৎকার করছিলাম? নাকি ঘুমের ঘোরে? ও বলল, 'তুমি জাগা অবস্থাতেই কাউকে একটা ফলো করতে করতে কথাগুলো বললে, কিন্তু কাকে বললে?' ও কিন্তু দেখতে পায়নি। আমি খালি দেখেছি ব্যাপারটাকে। ও আওয়াজটা পেয়েছে। সমানে আওয়াজ হচ্ছিল। আর ঘটনাটা ঘটতেই ঘড়ির দিকে তাকালাম, দেখলাম ৩ টে ৭ বাজে। কৌশানী বন্ধুদের ফোন করতে যাচ্ছিল, ওরা পাশের ভিলাতেই ছিল, কিন্তু ফোন লাগছিল না।"
অবয়ব মনের ভুল হলেও, তবে কি কোনও জন্তু বা মানুষ শব্দ করছিল? সেটা যাচাই করতে পরদিন তাঁরা সিসিটিভি ফুটেজ চেক করেন। কিন্তু তাতেও কিছু ছিল না বলে জানান অভিনেতা।
প্রসঙ্গত 'ভানুপ্রিয়া ভূতের হোটেল' ছবিটি আগামী ২৩ জানুয়ারি মুক্তি পেতে চলেছে। অরিত্র মুখোপাধ্যায় ছবিটির পরিচালনা করেছেন। এবং উইন্ডোজ প্রোডাকশন হাউজ প্রযোজনার দায়িত্ব সামলেছে। মুখ্য ভূমিকায় বনি সেনগুপ্ত ছাড়াও রয়েছেন স্বস্তিকা দত্ত, সোহম মজুমদার এবং মিমি চক্রবর্তী। বড়পর্দায় এই ছবিটি মুখোমুখি হবে রাজ চক্রবর্তী পরিচালিত 'হোক কলরব' এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত 'বিজয়নগরের হীরে' ছবি দু'টির।
