বিভাস ভট্টাচার্য 

রাজ্যে দলীয় উদ্যোগে দুর্গাপূজা শুরু করল কংগ্রেস। বিধাননগর বিবি ব্লকে এই পূজা করছে তারা। বিধাননগর যুব কংগ্রেসের তরফে এই পূজার আয়োজন করা হয়েছে। চারদিনের এই পূজায় রাজ্য কংগ্রেসের লক্ষ্য হল পূজার মাধ্যমে সর্বধর্ম সমন্বয়ের বার্তা পৌঁছে দেওয়া। 

 

 

বিধাননগর যুব কংগ্রেসের সভাপতি ও পূজা কমিটির সভাপতি মৃগাঙ্ক মল্লিক এ বিষয়ে জানিয়েছেন, 'এর আগে কংগ্রেসের নেতারা পাড়ায় বা ক্লাবে বিভিন্ন দুর্গাপূজার সঙ্গে যুক্ত থাকলেও সরাসরি দলীয় তরফে কোনও পুজার আয়োজন করা হয়নি। ফলে এটা ঠিক আমরাই প্রথম সরাসরি দলের ব্যানারে পূজার আয়োজন করছি।' 

 

 

কংগ্রেস এবং সেখানে বাঙালি নেতৃবৃন্দের ভূমিকা তুলে ধরা হবে এই পূজায়। যা নিয়ে বলতে গিয়ে সর্বভারতীয় কংগ্রেস কমিটির AICC সদস্য রণজিৎ মুখার্জি বলেন, 'এই বাংলা থেকে বহু নেতা সর্বভারতীয় স্তরে কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছেন। উদাহরণ হিসেবে উঠে আসে উমেশচন্দ্র ব্যানার্জি, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো ব্যক্তিত্বের নাম। পুজো মণ্ডপে শোভা পাবে তাঁদের ছবি। সেই সঙ্গে অবশ্যই রাখা হবে জহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী এবং আমাদের বর্তমান নেতা রাহুল গান্ধীর ছবি। পূজার মূল উদ্দেশ্য হল সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেওয়া।' রণজিতের দাবি, 'দেশে একমাত্র কংগ্রেসই হল একমাত্র দল যারা কখনও ধর্ম নিয়ে রাজনীতি করে না।' 

 

 

আর এই সর্বধর্ম সমন্বয়ের প্রসঙ্গে জানাতে গিয়ে মৃগাঙ্ক বলেন, 'আমাদের উদ্দেশ্যই হল ধর্মীয় বিভেদ ঘুচিয়ে সকল ধর্মাবলম্বী মানুষকে এই পূজায় সংযুক্ত করা। আমাদের কুমারী পূজায় যে বালিকাকে আমরা কুমারী মাতা হিসেবে পূজা করব সে মুসলিম ধর্মাবলম্বী। কিন্তু সেটা বড় কথা নয়। পূজা মানে যে ধর্মের বিভেদ ঘুচিয়ে একসঙ্গে পথ চলা এটাই আমরা প্রমাণ করতে চাই।' তবে এবারই শেষ নয়। আগামী বছরের পূজাতেও সর্বধর্মের বার্তা দিতে পূজার আয়োজন করা হবে বলে জানিয়েছেন বিধাননগর যুব কংগ্রেসের সভাপতি ও এই পূজার অন্যতম উদ্যোক্তা মৃগাঙ্ক।