আজকাল ওয়েবডেস্ক: বিজেপির হয়ে প্রচার করবেন আম আদমি পার্টির প্রধান? তিনি নিজে প্রতিশ্রুতিও দিলেন এই বিষয়ে। সঙ্গে দিলেন একটি শর্ত।
কী বললেন অরবিন্দ কেজরিওয়াল? দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন, ফেব্রুয়ারিতে, দিল্লি বিধানসভা ভোটের আগে নরেন্দ্র মোদি এনডিএ শাসিত রাজ্যগুলিকে বিনামূল্যে বিদ্যুৎ দেন, তাহলে তিনি প্রচারে নামবেন বিজেপির হয়ে।
এদিন তাঁর জেলে থাকার সময়ের বেশকিছু কথাও বলেন কেজরি। জেলে থাকার সময়, তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল বলেও জানান। 'জনতার আদালত' নামক অনুষ্ঠানে কেজরিওয়াল বলেন, জেলে তাঁর ইনসুলিন সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। কিডনি নষ্ট হয়ে যেতে পারত বলেও উল্লেখ করেন।
দিল্লি আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাঁচ মাসে বেশি সময়। জেলেছিলেন তিনি। ১৩ সেপ্টেম্বর জেল থেকে ছাড়া পান তিনি।
