আজকাল ওয়েবডেস্ক: পুজোয় চারদিন বন্ধ থাকবে সোনাঝুরির হাট। ভিড় সামাল দিতে ও আইন-শৃঙ্খলার পরিস্থিতি যাতে বজায় রাখা যায় সেকথা চিন্তা করেই প্রশাসনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, সপ্তমী থেকে দশমী পর্যন্ত হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও আদিবাসী নৃত্য ও বাউল গানের আসর যথারীতি বসবে এবং পর্যটকরা তা উপভোগও করতে পারবেন।
সোনাঝুরি হাটের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে আশ্রমকন্যা হিসেবে পরিচিত শ্যামলী খাস্তগীর এই হাট বসিয়েছিলেন। শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলে স্থানীয় শিল্পীদের নিয়ে এই হাটের গোড়াপত্তন করেন তিনি। সেইসময় শুধুমাত্র শনিবার কুটির ও হস্ত শিল্পের পসার বসত। সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যায় এই হাটের চরিত্র। এখন বুধবার ছাড়া সপ্তাহের সব দিনেই এই হাট বসে। আয়তনেও বড় হয়েছে এই হাটের পরিধি। জঙ্গলের মধ্যে পোষাক, গহনা ও নানা জিনিসের পসরা সাজিয়ে বসেন ১৭০০ ব্যবসায়ী। শান্তিনিকেতনে আগত পর্যটকদের কাছেও এই হাট অত্যন্ত আকর্ষণীয়।
সোনাঝুরির জঙ্গলে হয় হীরালিনী দুর্গোৎসব। শৈল্পিক এই উৎসব ঘিরে আসেন বহু মানুষ। ফলে পুজোর ভিড়ের সঙ্গে হাটের ভিড়ের কথা মাথায় রেখে পুলিশ ও প্রশাসন হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
খোয়াই হাট কমিটির সদস্য তন্ময় মিত্র বলেন, 'পুলিশের সঙ্গে আমাদের হাট কমিটির কথা হয়েছে। সোনাঝুরিতে একটি দুর্গাপূজা হয়। মানুষের সুবিধার জন্য পুজোয় চারদিন হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা হাটের সব ব্যবসায়ীকে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি।'
