আজকাল ওয়েবডেস্ক: বহু বছর আগে ভারতের বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু প্রমাণ করেছিলেন গাছেদেরও প্রাণ রয়েছে। আর এবার নতুন রহস্যে সামনে এল। যদি গাছেদের সুন্দর গানের ছন্দ শোনানো যায় তবে তাদের মধ্যে অনেক বেশি প্রভাব পড়ে। গানের সুরে গাছেরাও সাড়া দেয়। গাছেরা অনেক বেশি বেড়ে ওঠে গানের শব্দে।

 

 প্যারিসের একটি গবেষণাগারে এমনই তথ্য সামনে এসেছে। এমনকী দেখা গিয়েছে বহু মৃতপ্রায় গাছও গানের শব্দে ফের নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। বর্তমান সময়ে যেখানে গাছেদের দিকে কেউ নজর রাখে না সেই সময় এই তথ্য যথেষ্ট উদ্দীপনার সঞ্চার করেছে। অবাক হলেও এটাই সত্য। গান বাজলেই থির থির করে কাঁপতে শুরু করে টেলিগ্রাফ নামের গাছ।

 

তখন দেখে মনে হয় নাচছে। গ্রীষ্মপ্রধান এশীয় অঞ্চলে জন্মানো এই উদ্ভিদটি সিনাফোর প্লান্টনামেও পরিচিত। সঙ্গীতের তালে তাল মিলিয়ে উদ্ভিদের এই নাচের রহস্য এখনো ভেদ করা যায়নি তবে বিজ্ঞানীরা চেষ্টা চালিযে যাচ্ছেন। জেনে খুশি হবেন যে এই উদ্ভিদ ভারত, বাংলাদেশ, চিন, পাকিস্তান, মালয়েশিয়া আর থাইল্যান্ডেও জন্মে। তবে গানের তালে সাড়া দেওয়া এই গাছদের নিয়ে এবার তৈরি হয়েছে নয়া আগ্রহ। বিজ্ঞানীরাও একে নিয়ে যথেষ্ট উৎসাহী।