রবিবার ০৬ অক্টোবর ২০২৪
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০১ অক্টোবর ২০২৪ ১৮ : ৫৪Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: জেলায় হতে চলেছে ইভি ম্যানুফ্যাকচারিং হাব। অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেল হাব। এক ছাতার তলায় আসতে চলেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা ইলেকট্রিক ভেহিকেল প্রস্তুতকারক সংস্থা। প্রস্তাবিত সেই হাবে থাকছে ইলেকট্রিক গাড়ি তৈরির পাশাপাশি চার্জার, ব্যাটারি থেকে শুরু করে যাবতীয় যন্ত্রাংশ তৈরির অনুসারী শিল্প স্থাপনের ব্যবস্থাও। এই প্রসঙ্গে সম্প্রতি হুগলির জেলা শাসক এবং রাজ্য ইলেকট্রিক ভেহিকেল এ্যাসোসিয়েশনের একটি বৈঠক হয়। মঙ্গলবার জেলা প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে গাড়ি প্রস্তুতকারক সংস্থার প্রতিনিধিদের বৈঠকে এই ইভি ম্যানুফ্যাকচারিং হাব প্রসঙ্গে আলোচনা হয়।
পোলবার সুগন্ধা পুরুষোত্তম বাটি এলাকার এক রিসর্টের কনফারেন্স রুমে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শিল্প দপ্তরের মুখ্য আধিকারিক সুমনলাল গাঙ্গুলি, আধিকারিক সুজয় দাস, রাজ্য ইলেকট্রিক ভেহিকেল এ্যাসোসিয়েশনের সম্পাদক সেক নাসিরউদ্দিন, সহকারী সম্পাদক প্রিয়ম দাস, সহ সভাপতি ডাবলু বিশ্বাস প্রমুখ। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা একাধিক ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক সংস্থার কর্ণধার এবং প্রতিনিধিরা। এ দিনের বৈঠকে জেলা শিল্প দপ্তরের আধিকারিক সুমনলাল গাঙ্গুলি বলেছেন, ইতিমধ্যেই জেলাশাসক মুক্তা আর্যর উদ্যোগে ইলেকট্রিক ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরির জন্য ধনেখালি এলাকায় বড় একটি জায়গাকে চিহ্নিত করা হয়েছে। গাড়ি প্রস্তুতকারক সংস্থা সকলের কাছে মিলিতভাবে কারখানা গড়ার জন্য প্রয়োজনীয় জমির পরিমাণ জানানোর আহ্বান করেন তিনি। পরবর্তী সময়ে সরকারি উদ্যোগে প্রস্তাবিত ইলেকট্রিক ভেহিকেল ম্যানুফ্যাকচারিং হাবের রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা, ইলেকট্রিক, জল সহ যাবতীয় পরিকাঠামো উন্নয়নের কাজ করে দেওয়া হবে। সুমনলালবাবু আরও বলেন ইলেকট্রিক হাব তৈরির বিষয়টি রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীকে জানানো হয়েছে। সব কিছু জানার পর উদ্যোগকে যথার্থই সাধুবাদ জানিয়েছেন মন্ত্রী। প্রাথমিক পর্যায় জমির পরিমাণ সংক্রান্ত কাজ সম্পন্ন হলে জেলা প্রশাসনের উদ্যোগে দ্রুততার সঙ্গে এই হাব তৈরির কাজ শেষ করা হবে।
রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংগঠনের সম্পাদক শেখ নাসিরউদ্দিন। তিনি জানিয়েছেন, সরকারি উদ্যোগে এক ছাতার তলায় সমস্ত ইলেকট্রিক গাড়ি তৈরির কারখানা হবে। প্রশাসনের এই উদ্যোগ সত্যই প্রশংসার দাবি রাখে। কারণ এই উদ্যোগ স্বার্থক হলে সব থেকে বেশি উপকৃত হবে গাড়ি প্রস্তুতকারক সংস্থা। গাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশের জন্য অন্যত্র দৌড়ানোর আর কোনও প্রয়োজন থাকবে না। সেখানেই যাবতীয় যন্ত্রাংশ তৈরি হবে। যদিও বর্তমানে এই হাব প্রস্তাব আকারে রয়েছে, তিনি আশাবাদী, প্রশাসনের সদিচ্ছা রয়েছে, দ্রুত এই হাব বাস্তব রূপ পাবে।
#EV Manufacturing hub#EV Manufacturing hub in hooghly#ইভি ম্যানুফ্যাকচারিং হাব ধনেখালিতে
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
কারবালা চা বাগান থেকে হস্তিশাবকের পচাগলা দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ...
'প্রাচীন সভ্যতার ইতিকথা'য় দশভুজা নয়, দেবীদুর্গা অষ্টদশ ভুজা ...
কাটারি দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুনের চেষ্টা, যাবজ্জীবন কারাদণ্ড অভিযুক্ত স্বামীর ...
গরুপাচার মামলায় জামিন অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের, শনি রাতেই জেলমুক্তির সম্ভাবনা...
নয় বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, জয়নগরে লাঠি-ঝাঁটা নিয়ে থানা ভাঙচুর স্থানীয়দের...
দলছুট ইলিশ ধরা পড়ল দামোদরে, বিক্রি হল চড়া দামে ...
মুর্শিদাবাদে গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজে ব্যাপক দুর্নীতি! বিস্ফোরক অভিযোগ এই তৃণমূল বিধায়কের...
আমার দ্বারা এই অপারেশন হবে না, অপারেশন শুরু করে বাইরে বেরিয়ে দাবি চিকিৎসকের, বিপাকে রোগীর পরিবার ...
সোনাঝুরি হাট নিয়ে বড় সিদ্ধান্ত প্রশাসনের, মন খারাপ হতে পারে পর্যটকদের ...
তলিয়ে গেল ১০টি বাড়ি, আতঙ্কে এলাকা ছাড়ছেন বাসিন্দারা ...
এবার থেকে আরও বেশি করে গর্বিত হবেন বাঙালিরা, কেন্দ্রের বিশেষ এই স্বীকৃতিতে বাংলার মুকুটে নয়া পালক...
চলছে দুয়ারে ত্রাণ কর্মসূচি, বন্যা দুর্গতদের কাছে পৌঁছল পুজোর জামা...
হাসপাতালে আসেন না সুপার, বদলি করতে স্বাস্থ্য ভবনে চিঠি কর্তৃপক্ষের ...
শুধু আনন্দ নয়, মানসিক প্রশান্তির জন্যও রবীন্দ্র সঙ্গীত খুব প্রয়োজন, আর কী বললেন শিল্পী? ...
ইঁদুরের দৌরাত্ম্যে বিপর্যস্ত ট্রাফিক ব্যবস্থা, পথে নামল অতিরিক্ত পুলিশ ...