আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতাকারী কাতার ঘোষণা করেছে, শুক্রবার সকাল থেকে গাজায় অস্থায়ী যুদ্ধবিরতি শুরু হবে। পণবন্দিদের প্রথম দলটি বিকালে মুক্তি পাবে। এই খবর পাওয়ার পরই খানিকটা হলেও স্বস্তি ফিরেছে। টানা যুদ্ধের ফলে অনেকেই সমস্যায় ছিলেন। ভাবছিলেন কবে মিলবে যুদ্ধবিরতি। অবশেষে এল সেই দিন। অন্যদিকে পণবন্দিদের মুক্তির বিষয়টি নিয়েও সিদ্ধান্ত হওয়াতে কিছুটা হলেও খুশির হাওয়া।