আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকে ভয় দেখাচ্ছে মারবুর্গ ভাইরাস। ইতিমধ্যেই ৬ জনের মৃত্যু হয়েছে রাওয়ান্ডাতে। হাসপাতালে সঠিক চিকিৎসা সত্ত্বেও এই রোগীদের মৃত্যু ঘটেছে। ইতিমধ্যেই ৩০০ জনের দেহে এই ভাইরাসের লক্ষণ দেখা গিয়েছে। মারবুর্গ ভাইরাস হল একটি হেমোরেজিক ফিভার ভাইরাস। এটি একটি জ্বরের নতুন রূপ।

 

বাদুড় থেকে আসছে এই ভাইরাস বলেই খবর মিলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে বিশেষ নজরে রাখতে বলেছে। কারণ যদি এই ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়ে তবে বিশ্ববাসী এরফলে নতুন বিপদে পড়তে পারেন। বাদুড় থেকে ছড়িয়ে পড়ছে বলে অনুমান করা হচ্ছে বিভিন্ন ফল যখন বাদুড় খাচ্ছে তখন সেখান থেকে এই ভাইরাস ফলের মধ্যে প্রবেশ করছে। এরপর সেই ফল যখন মানুষ খাচ্ছে তখন এটি সহজেই মানুষের দেহে প্রবেশ করছে।

 

ইবোলার মতই মারাত্বক হতে পারে এই ভাইরাসের আক্রমণ। দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা রয়েছে বলে একে দ্রুত প্রতিহত করাই প্রধান কাজ। আফ্রিকার গ্রিণ বাদরের দেহে প্রথম এই ভাইরাস দেখা যায়। এরপর অন্যত্র এই ভাইরাস দেখা গিয়েছে। যদি অবিলম্বে একে রোখা না যায় করোনার মত মারাত্বক আকার নিতে পারে এই মারণ ভাইরাস।

 

এই রোগের প্রধান লক্ষণ হল তীব্র জ্বর, মাথাধরা এবং পেশীতে ব্যথা। যদি অবিলম্বে চিকিৎসা না করা হয় তবে তিনদিন পর জলের মত পায়খানা হবে, পেটে অসহ্য ব্যথা হবে, বমি হবে, দেহের বিভিন্ন অংশ থেকে রক্তক্ষরণ হবে। এর থেকে বাঁচতে হলে বাদুড় থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। নিজেকে পরিষ্কার থাকতে হবে নাহলেই বিপদ ঘনিয়ে আসবে।