আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে ইমরান খানের দেশে। ভারতের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। বিরাট কোহলি-রোহিত শর্মাদের কি দেখা যাবে এই মেগা টুর্নামেন্টে? ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্ল জানালেন, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেয়নি ভারত সরকার।
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আজকাল আর হয় না। গতবছর এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তানের মাটিতে। কিন্তু টিম ইন্ডিয়া যায়নি পাক মুলুকে। এশিয়া কাপে অনুসৃত হয়েছিল হাইব্রিড মডেল। ভারত খেলেছিল শ্রীলঙ্কার মাটিতে। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কি হাইব্রিড মডেল অনুসরণ করা হবে, এমন প্রশ্নও ঘোরাফেরা করছে। এর মধ্যেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্ল বলেন, ''আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তানে যাওয়া নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের উপর। এখনও পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে তবেই বিদেশে যাওয়া হয়।''
রাজীব শুক্ল এক নিঃশ্বাসে বলেন, ''চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে সরকারের নির্দেশিকা মেনে চলবে বিসিসিআই।'' কানপুরে হচ্ছে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। সেই টেস্ট চলাকালীন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মন্তব্য করেন রাজীব শুক্ল।
