আজকাল ওয়েবডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে বিতর্কে নতুন মোড়। শনিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে বৈঠকে গ্রুপ বদলের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

বিসিবি আইসিসিকে অনুরোধ জানিয়েছিল, আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদল করা হোক। যাতে বাংলাদেশ তাদের গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলতে পারে।

এই প্রস্তাব ভারতের মাটিতে বাংলাদেশের ম্যাচ না খেলার আগের অবস্থানেরই ধারাবাহিকতা। তবে ক্রিকেট আয়ারল্যান্ড জানিয়ে দিয়েছে, তাদের বিশ্বকাপ সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না।

সংস্থাটির দাবি, তারা নিশ্চিত আশ্বাস পেয়েছে যে গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলবে। ক্রিকবাজকে দেওয়া এক বিবৃতিতে ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্তা বলেন, ‘আমরা স্পষ্ট আশ্বাস পেয়েছি যে মূল সূচি বদলাবে না। আমরা নিশ্চিতভাবেই গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলব।’

বিশ্বকাপের যে সূচি প্রকাশ করা হয়েছে তাতে আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ বি-তে, যেখানে তাদের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে ও ওমান।

অন্যদিকে, বাংলাদেশ রয়েছে গ্রুপ সি-তে—ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, ইংল্যান্ড ও নেপালের সঙ্গে। সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচ হওয়ার কথা কলকাতা ও মুম্বইয়ে।

এর আগে বিসিবি স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল যে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে প্রস্তুত নয়। বিসিবির তরফে জানানো হয়, ‘আলোচনার সময় আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ আবারও রাখা হয়েছে। একইসঙ্গে দলের নিরাপত্তা, বাংলাদেশি সমর্থক, সংবাদমাধ্যম ও অন্যান্যদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকারের উদ্বেগ ও মতামত তুলে ধরা হয়েছে।’

বিসিবির বিবৃতিতে আরও বলা হয়, ‘আলোচনা ছিল গঠনমূলক, সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার। সংশ্লিষ্ট সব পক্ষ খোলামেলা ভাবে বিষয়গুলি নিয়ে মতবিনিময় করেছে। ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সমাধানের জন্য বাংলাদেশকে অন্য কোনও গ্রুপে সরিয়ে দেওয়ার সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।’

কিন্তু আয়ারল্যান্ড ক্রিকেট জানিয়েছে, গ্রুপে কোনও বদল আসছে না। ফলে, চলতি সমস্যার কোনও সমাধানের দেখা মিলল না এখনও।

উল্লেখ্য, শনিবার অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং ভারত। কিন্তু দেখা যায়, টসের সময় ভারত অধিনায়ক আয়ুষ মাত্রের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশ অধিনায়ক জাওয়াদ আবরার।

এই নিয়ে পরবর্তীতে বিবৃতি দেয় বিসিবি। জানানো হয়, ‘অসুস্থতার জন্য নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম টস করতে যায়নি। তার পরিবর্তে সহ-অধিনায়ক জাওয়াদ আবরার দলের প্রতিনিধিত্ব করেন। বিসিবি স্পষ্ট করতে চায় যে প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে করমর্দন না করাটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল এবং তা সাময়িক অসাবধানতার ফল। প্রতিপক্ষের প্রতি অশোভনতা বা অসম্মান প্রদর্শনের কোনো অভিপ্রায় এতে ছিল না।’

আয়ূষের হাতে ছিল টস কয়েন। ম্যাচ রেফারি ডিন কস্কার টসের নির্দেশ দিলে শূন্যে কয়েন ছুড়ে দেন আয়ূষ। আবরার ‘টেল’ বলেন। কয়েন মাটিতে পড়ার ডিন জানান, বাংলাদেশ টস জিতেছে।

এর পরই সরে যান আয়ূষ। বাংলাদেশের সহ–অধিনায়কের সঙ্গে করমর্দন করেননি। আবরারের মধ্যেও হাত মেলানোর উদ্যোগ দেখা যায়নি। প্রসঙ্গত, বাংলাদেশের অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম টসের সময় তৈরি হতে পারেননি।

তিনি টস করতে পাঠান সহ–অধিনায়ককে। বিসিসিআইয়ের তরফ থেকে অবশ্য এবিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে আরও বলা হয়, ‘বোর্ড বিষয়টিকে যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে। এ বিষয়ে টিম ম্যানেজমেন্টকে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি ক্রিকেটারদের প্রতিপক্ষ দলের সঙ্গে সব ধরনের যোগাযোগে সর্বোচ্চ ক্রীড়াসুলভ আচরণ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার দায়িত্বের কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে।’