আজকাল ওয়েবডেস্ক: পুজোর আগে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্য পুলিশে নতুন করে নিয়োগ হতে চলেছে। আগামী সোমবারই বেরোতে পারে বিজ্ঞপ্তি। বৃহস্পতিবার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক ছিল। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী।

 

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা রাজ্য পুলিশে নতুন নিয়োগের কথা জানান। জানান, বেশ কিছু শূন্যপদ রয়েছে রাজ্য পুলিশে। অনেক পুলিশকর্মী অবসর নিয়েছেন। 

 

 

সেখানে নিয়োগ হবে শীঘ্রই। মোট ১২,০০০ পদে নিয়োগ হবে বলে জানা গিয়েছে। তবে জানা গিয়েছে, নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে বর্তমানে মামলা চলছে। সেই আইনি জট কাটামাত্রই রাজ্য সরকারের তরফে নিয়োগ করা হবে পুলিশে। তবে বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে শীঘ্রই। জানা গিয়েছে, রাজ্য পুলিশে বিভিন্ন স্তরে একাধিক শূন্যপদ রয়েছে। সেখানে নিয়োগ হবে আইনি জট কাটামাত্রই। সম্প্রতি পুলিশে রদবদল এনেছেন মুখ্যমন্ত্রী।

 

 

একাধিক নতুন থানা তৈরি হয়েছে। রাজ্যজুড়ে নিরাপত্তা আরও বাড়াতে এবং প্রত্যেক থানায় যাতে পর্যাপ্ত পুলিশকর্মী থাকেন তা নিশ্চিত করতে নিয়োগ করা হবে রাজ্য পুলিশে। উল্লেখ্য, রাজ্যের পুলিশমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই। সে কারণে কোথায় কত শূন্যপদ রয়েছে সে ব্যাপারেও খোঁজখবর রয়েছে তাঁর কাছে।

 

 

পুজোর আগে এই নিয়োগের কথা ঘোষণা করায় খুশি প্রার্থীরাও। সোমবার বিজ্ঞপ্তি জারি হওয়ার পর আবেদনের ভিত্তিতে নিয়োগ হবে বলে জানানো হয়েছে। আইনি জটিলতা একবার কেটে গেলেই নিয়োগ শুরু করে দেবে সরকার।