আজকাল ওয়েবডেস্ক: সেপ্টেম্বরের শেষেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিল মৌসম ভবন। চলতি সপ্তাহে এবং আগামী সপ্তাহের শুরু পর্যন্ত তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে একাধিক রাজ্যে। এর ফলে আবারও বন্যা, ভূমিধসের আশঙ্কা রয়েছে। 

 

মৌসম ভবন সূত্রে খবর, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় দু’টি ঘূর্ণাবর্ত রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে একাধিক রাজ্যে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বুধবার ওড়িশা, অন্ধ্রপ্রদেশ উপকূলে ভারি বৃষ্টিপাত হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি, কেরল, তেলঙ্গানা, কর্ণাটকে চলতি সপ্তাহে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হবে। 

 

আগামী তিন দিন কঙ্কন ও গোয়া, মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অন্যদিকে ছত্তিশগড়, বিদর্ভ,উত্তর প্রদেশ, উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 

 

একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতেও। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সাতদিন পশ্চিমবঙ্গ, সিকিম, অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।