আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্র, রাজস্থান, ত্রিপুরার পর এবার তেলেঙ্গানা। আবারও স্কুলের মধ্যে যৌন নির্যাতনের শিকার খুদে পড়ুয়া। অভিযোগের তীর স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় উত্তাল গোটা তেলেঙ্গানা। স্কুলের মধ্যে ছাত্রীর যৌন নির্যাতনের পর ক্ষোভ ফুঁসছেন সমস্ত অভিভাবক। বিক্ষোভের জেরে অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার কামারেড্ডি জেলায়। ওই জেলার এক স্কুলের মধ্যে ছয় বছরের খুদে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। সোমবার ছাত্রীর অভিভাবকের অভিযোগের ভিত্তিতে, শিক্ষককে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে পকসো ও ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তবুও বিক্ষোভ থামেনি। 

 

মঙ্গলবার জেলা জুড়ে বিক্ষোভ দেখান অভিভাবক এবং ছাত্র সংগঠনগুলো। স্কুলের শিক্ষকের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি ওই স্কুলের লাইসেন্স বাতিল করার দাবিও উঠেছে। স্কুলের বাইরে বিক্ষোভে ফেঁটে পড়েন অভিভাবকরা। ঘটনাস্থলে পুলিশ বাহিনী গিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। বরং ছাত্র সংগঠনের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এই সময়েই পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে কয়েকজন। পাল্টা লাঠিচার্জ শুরু করে পুলিশ। 

 

দুই পক্ষের ধস্তাধস্তিতে আরও অশান্ত হয়ে ওঠে এলাকা। এই ঘটনায় চারজন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন। পুলিশ সুপার জানিয়েছে, এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। পাশাপাশি সমাজ মাধ্যমে যারা ভুয়ো তথ্য ছড়াচ্ছে, তাঁদের বিরূদ্ধেও পদক্ষেপ করবে পুলিশ।