রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৯ : ০১Rajat Bose
মিল্টন সেন, হুগলি: জেলা হুগলিতে বন্যা দুর্গতদের জন্য অভিনব উদ্যোগ জেলা প্রশাসনের। চালু হল দুয়ারে ত্রাণ। নৌকা বা স্পিড বোটে করে বন্যা কবলিত এলাকায় জল বন্দিদের পৌঁছে দেওয়া হল রান্না করা খাবার, শুকনো খাবার থেকে ওষুধ সহ নানান সামগ্রী। দুর্গত এলাকায় পৌঁছে গোটা প্রক্রিয়া পরিচালনা করলেন জেলাশাসক। ত্রাণ পৌঁছে দেওয়া হল বাড়ি বাড়ি ঘুরে। জেলার মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত খানাকুল ১ এবং ২ নম্বর ব্লক। যেখানে বন্যা দুর্গত পরিবারের সংখ্যা সব থেকে বেশি। এদিন দুটি ব্লকে শুরু হয়েছে, ‘দুয়ারে ত্রাণ’ কর্মসূচি৷ নৌকা এবং স্পিডবোট করে জেলা প্রশাসনের আধিকারিকদের নেতৃত্বে ত্রাণ সরবরাহকারী দল পৌঁছেছে জলমগ্ন এলাকার জলবন্দি মানুষের বাড়িতে, তাঁদের কাছে। হাতে তুলে দিয়েছে শুকনো খাবার, ওষুধ, ত্রিপলের মত প্রয়োজনীয় জিনিস। যেখানে জল নেমেছে, সেখানে পৌঁছে রান্না করে খাবার সরবরাহ করার ব্যবস্থা করেছে। একাধিক জায়গায় চালু করা হয়েছে কমিউনিটি কিচেন। বসানো হচ্ছে স্বাস্থ্য শিবির। মূলত জমা জল নামার পরে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব প্রকট হয়ে থাকে। এই অস্থায়ী স্বাস্থ্য শিবিরগুলি থেকে মূলত সেই সমস্ত রোগের চিকিৎসায় জোর দেওয়া হবে। মঙ্গলবার খানাকুল ২ ব্লকে গিয়ে ‘দুয়ারে ত্রাণ’ কর্মসূচি তদারকি করেন জেলাশাসক মুক্তা আর্য। উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, দুয়ারে ত্রাণ হুগলি জেলা প্রশাসনের একটি উদ্যোগ। যা প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত ত্রাণ ও সহায়তা প্রদান করার উদ্দেশ্যে চালু করা হয়েছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য দ্রুত ত্রাণ সামগ্রী প্রদান করা। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে পৌঁছে প্রয়োজনীয় ত্রাণ দ্রব্য তাঁদের হাতে তুলে দেওয়া। প্রাথমিক প্রয়োজন যেমন খাদ্য, পানীয় জল, ওষুধ, পোশাক, ও ঘরবাড়ি মেরামতের সামগ্রী, পশুখাদ্য, রান্না করা খাবার অথবা শুকনো খাবার পৌঁছে দেওয়া। সেটা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। দুর্যোগের পরপরই স্থানীয় প্রশাসনের মাধ্যমে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করা। পৌঁছে দেওয়া হচ্ছে চাল, ডাল, আলু, সরিষার তেল, লবণ, বিস্কুট, মুড়ি, পানীয় জল, প্রয়োজনীয় ওষুধপত্র। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের থাকার জন্য ত্রিপল, তাবু বা অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে। শিশুদের জন্য দেওয়া হচ্ছে গুঁড়ো দুধ ও অন্যান্য পুষ্টিকর খাদ্য সামগ্রী। এদিন জেলাশাসক মুক্তা আর্য খানাকুল ২ ব্লকে দুয়ারে ত্রাণ কর্মসূচিতে যোগ দিয়ে খাদ্য প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি বন্যাদুর্গত মানুষের হাতে নতুন বাসনপত্র এবং ছাত্রছাত্রীদের হাতে বইখাতা তুলে দেন।
ছবি: পার্থ রাহা
নানান খবর

নানান খবর

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা