শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৮ : ৩৪Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: পুজো উপলক্ষে স্পেশাল ট্রেনের ঘোষণা করল রেল। মঙ্গলবার শিয়ালদহ ডিভিশনের তরফে মোট নয়টি পুজো স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে। মূলত দূর্গাপূজা এবং ছট উৎসব উপলক্ষে এই ট্রেনগুলি চালানো হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে।
এদিন শিয়ালদহ ডিভিশনের তরফে জানানো হয়, শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত একটি ট্রেন সপ্তাহে একদিন এবং শিয়ালদহ থেকে নিউ আলিপুরদুয়ার পর্যন্ত একটি ট্রেন সপ্তাহে দু'দিন চালানো হবে। সেইসঙ্গে কলকাতা থেকে দিঘা পর্যন্ত একটি ট্রেন চালানো হবে সপ্তাহে একদিন।
এর পাশাপাশি আরও ছয়টি স্পেশাল ট্রেনের কথা ঘোষণা করেছে রেল। যেগুলি ছট পূজা উপলক্ষে চালানো হবে বলে রেলের একটি সূত্র জানায়। এই ট্রেনগুলি শিয়ালদহ-পাটনা, কলকাতা-কাটিহার, কলকাতা-জামালপুর, কলকাতা-গয়া, শিয়ালদহ-সহর্স এবং শিয়ালদহ-গোরখপুর বলে রেল জানিয়েছে। এই ট্রেনগুলি সপ্তাহে তিনদিন চলবে। কবে থেকে এই ট্রেনগুলি চলবে সে বিষয়ে কোনও নির্দিষ্ট তারিখ না জানাতে পারলেও রেলের ওই সূত্রটি জানিয়েছে, আগামী অক্টোবর মাস থেকেই এই ট্রেনগুলি চালু হয়ে নভেম্বর পর্যন্ত চলবে।
অন্যান্য বছরের মতো এ বছরও পুজো উপলক্ষে ট্রেনের টিকিটের চাহিদা একেবারে তুঙ্গে। বিশেষ করে উত্তরভারত ও উত্তরবঙ্গের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। শিয়ালদহ ডিভিশনের সিনিয়র ডিভিশনাল জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, 'এই মুহূর্তে উত্তরভারত এবং উত্তরবঙ্গমুখী নিয়মিত যাত্রা করা কোনও ট্রেনের 'কনফার্মড' টিকিট নেই। এই অবস্থা চলবে একেবারে আগামী ডিসেম্বর পর্যন্ত। বিশেষ করে পুজোর দিনগুলোতে এই নিয়মিত ট্রেনগুলির কোনও 'ওয়েটিং' টিকিটও পাওয়া যাবে না। ফলে চাহিদার কথা ভেবেই অন্য বছরের মতো এ বছরও রেলের তরফে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
করোনার জন্য মাঝে এক বছর ছাড়া প্রতি বছরই পুজোয় বেরিয়ে পড়েন বাঙালিরা। রেলের সিদ্ধান্ত অনুযায়ী এখন টিকিট কাটতে হয় ভ্রমণের জন্য নির্ধারিত দিনের চার মাস আগে। যা ইতিমধ্যেই কেটে নিয়েছেন ভ্রমণ পিপাসুরা। যারা সেই সময়ে টিকিট কাটতে পারেননি তাঁরাও যাতে ভ্রমণে যেতে পারেন সেকথা ভেবেই রেল পুজো স্পেশাল-ট্রেনের ব্যবস্থা করে।
নানান খবর

নানান খবর

নিউ টাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

শহর কলকাতায় এবার একদিনের কন্যাসন্তানের মৃতদেহ উদ্ধার জঞ্জালের স্তুপ থেকে! ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য

সল্টলেকে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা

মাধ্যমিক উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা

প্রকাশিত হল মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৫৬ শতাংশ

সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস

নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর

মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন

মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?

টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?

বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার

মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক

কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪

কলকাতার মেছুয়া বাজারে হোটেলে আগুন, মৃত ১, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

খাস কলকাতায় উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার ১